শনিবার সাত সকালে ভয়ানক দুর্ঘটনা (Accident) ঘটে গেল বাংলায়। ফের একবার দুর্ঘটনার কবলে এক সরকারি বাস। যাত্রী বোঝাই বাস উল্টে মৃত্যু হল ২ জনের। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে বলে খবর।
Advertisements
আজ শনিবার উত্তর দিনাজপুরে দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রী বোঝাই বাস। উত্তর দিনাজপুরের চাকুলিয়ার ৩১ নং জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সরকারি বাসটি। আর এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও অবধি মৃত্যু হয়েছে কমপক্ষে ২ জনের। এছাড়া আহত হয়েছেন ২০ জন মতো। যদিও আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে খবর।
বিজ্ঞাপন
এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিশ। সেইসঙ্গে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।