দিনে দুপুরে সরকারি আবাসনে চুরি, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব সংবাদদাতা, কাঁথি: দিনে দুপুরে কাঁথি মহকুমা শাসকের আবাসনের লাগোয়া হাউসিং চুরি। সরকারি আবাসনে হাউসিং চুরির ঘটনায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে? খোদ সরকারি আধিকারিকের আবাসনে দিনে দুপুরে চুরি হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ঘটনার খবর পেয়ে পৌঁছায় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী। পুরো ঘটনাটি খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকেরা।

সূত্রের খবর, বুধবার দুপুরে কাঁথি মহাকুমা শাসকের আবাসনের লাগুয়া সরকারি হাউসিং সরকারি উচ্চ পদস্থ আধিকারিকের তালা ভেঙে ঢুকে পড়ে দুষ্কৃতিরা। এছাড়াও পাশাপাশি আরও দুটি বাড়িতে তালা ভেঙে ঢুকে। আলমারি থেকে কয়েক লক্ষাধিক টাকা সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। তিনটির বাড়ি থেকে চুরি যাওয়ার সোনার গয়নার বাজার মূল্য প্রায় চার লক্ষাধিক টাকারও বেশি।

   

ঘটনার পর আতঙ্কিত অন্যান্য বাসিন্দারা। এই নিয়ে কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ আধিকারিকেরা। হাউসিং চুরির ঘটনা, একাধিক প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে? কিভাবে জানলো দুষ্কৃতিরা বাড়িতে কেউ নেই?

স্থানীয় বাসিন্দা বলেন, ” খুবই আতঙ্কে ভুগছি। সিকিউরিটি ব্যবস্থা থেকে শুরু করে সিসিটিভি যাতে বসানো হয় তারজন্য অনুরোধ করছি। নিরাপত্তাহীনতা ভুগছি। এর আগেও এরকম কোন ঘটনা ঘটেনি৷” কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহার কথায়, অভিযোগ দায়ের হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন