Burdwan Accident: স্বাধীনতা দিবসের সকালে মর্মান্তিক ঘটনা। ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ১০, আহত কমপক্ষে ৩৫ জন যাত্রী। পূর্ব বর্ধমানে জাতীয় সড়কের নলা ফেরিঘাটে ঘটে এই বাস-লরির সংঘর্ষ। লরির ধাক্কায় মৃত ১০ যাত্রী। তাঁদের দ্রুত উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে করে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে শুক্রবার সকালে ৭:৩০ টা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে ওই যাত্রীবোঝাই বাস।
স্থানীয়রা জানিয়েছেন যে দুর্গাপুরের দিকে যাচ্ছিল ওই বেসরকারি যাত্রীবাহী বাস। শুক্রবার সকালে বাসটি একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। ট্রাকটি রাস্তার একপাশে দাঁড়িয়েছিল। মনে করা হচ্ছে বাসের চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার জেরে যান চলাচল বন্ধ রয়েছে পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের নলা ফেরিঘাট এলাকায়। (Burdwan Accident)
বাসযাত্রীরা সমকেই বিহারের মতিয়ার থানা এলাকার চিরাইয়া সারসওয়া ঘাট এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তাঁরা পশ্চিমবঙ্গে গঙ্গা স্নান করতে এসেছিলেন। এবং স্নান শেষে বাড়ি ফিরছিলেন। ফেরার সময় এই দুর্ঘটনা। বাসে ছিলেন ৫ শিশু সহ ৪৫ জন যাত্রী।
(Burdwan Accident) আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। চালক ঘুমিয়ে পড়ার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা বলে অনুমান পুলিশের।