Arjun Singh: ব্যারাকপুরে অর্জুনের বিরুদ্ধে সংঘের প্রার্থী অধিকারী

উনিশের মতো চব্বিশের লোকসভা ভোটেও চর্চায় ব্যারাকপুর। আবারও এই কেন্দ্রে বিজেপির প্রার্থী অর্জুন সিং (Arjun Singh) আবারও তৃণমূল টিকিট না দেওয়ায় দলবদল করে তিনি তৃণমূল…

Bula Adhikari, Jana Sangha Party Candidate, to Face Off Arjun Singh in Barrackpore

উনিশের মতো চব্বিশের লোকসভা ভোটেও চর্চায় ব্যারাকপুর। আবারও এই কেন্দ্রে বিজেপির প্রার্থী অর্জুন সিং (Arjun Singh) আবারও তৃণমূল টিকিট না দেওয়ায় দলবদল করে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে প্রার্থী।

পদ্ম শিবিরের এই দাপুটে প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী দিল গেরুয়া শিবির। জন সংঘ পার্টি। ব্যারাকপুরের অনেক জায়গায় প্রচারও শুরু করেছে। জন সংঘের এই প্রার্থীর পদবী আবার অধিকারী। বুলা অধিকারী।

   

তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, এই জন সংঘ পার্টির সঙ্গে বিজেপির অনেক মিল রয়েছে। এই দলটিও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং দীনদয়াল উপাধ্যায়ের মতাদর্শ মেনে চলে বলে দাবি করে। চব্বিশের লোকসভা ভোটে তারা রাজ্যের ৮ কেন্দ্রে লড়াই করবে বলে জানিয়েছে। দুই দফায় বাংলার ৬ আসনে ভোট হয়ে গিয়েছে। অর্থাৎ ৩৪ আসনের মধ্যে ৮ আসনে প্রার্থী দেবে জন সংঘ পার্টি।

এর মধ্যে ব্যারাকপুরে প্রার্থী ঘোষণা করে প্রচার শুরু করেছে এই গেরুয়া বাহিনী। বিজেপির অর্জুন সিংয়ের বিরুদ্ধে তাদের বাজি বুলা অধিকারী। ইনিও একসময় তৃণমূলে ছিলেন। ঘাসফুলের প্রতীকে জিতে জনপ্রতিনিধি হয়েছিলেন। অর্জুন সিংয়ের মতোই। তবে বিধায়ক বা পুরপ্রধান ছিলেন না বুলা অধিকারী। তৃণমূল কাউন্সিলর ছিলেন জন সংঘ পার্টির ব্যারাকপুরের প্রার্থী।