North 24 Pargana: সীমান্তে বড় সাফল্য বিএসএফের

নিজস্ব সংবাদদাতা: সীমান্তে বড় সাফল্য বিএসএফের। ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশের কুখ্যাত দুষ্কৃতী লুৎফর রহমানকে (Lutfar Rahman) গ্রেফতার করল বিএসএফ। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana)…

Big success for BSF, 5 Bangladeshi arrested including Bangladesh's most wanted criminal Lutfar Rahman

নিজস্ব সংবাদদাতা: সীমান্তে বড় সাফল্য বিএসএফের। ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশের কুখ্যাত দুষ্কৃতী লুৎফর রহমানকে (Lutfar Rahman) গ্রেফতার করল বিএসএফ। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) হাকিমপুর সীমান্ত পেরনোর সময় তাকে আটক করে বিএসএফ। 

সূত্রের খবর, হাকিমপুর সীমান্ত পেরনোর সময় ৫ জনকে আটক করা হয়। সেই দলেই ছিল লুৎফর রহমান। এরপর লুৎফর সহ পাঁচ অভিযুক্তকে স্বরূপনগর থানার হাতে তুলে দেন বিএসএফ আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, লুৎফর রহমানের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়। তার বিরুদ্ধে লুক আউট নোটিশ রয়েছে সেদেশে। বিভিন্ন সময় ভারতে ঢুকে নকল আধার কার্ড, ভোটার কার্ডের কারবার করে সে।

বাকি ধৃতদের মধ্যে ২ জন পুরুষ ১ জন মহিলা ও একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি রয়েছেন। সীমান্তে অনুপ্রবেশ রুখতে আগাম সতর্কতা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বিএসএফের তরফে। সীমান্তে বসানো হয়েছে বিশেষ আলো। ফলে সীমান্ত সুরক্ষা আরও বেশি জোরদার হয়েছে বলে দাবি বিএসএফের।