রাজ্যে চলছে পঞ্চায়েত ভোট। আর তার সঙ্গে পড়ছে একটার পর একটা লাস। দিকে দিকে অশান্তির ছবি। সকাল থেকে ৮;৩০ টা অবধি ভোটের বলি ৫। গত ৩০ দিনে রাজ্যে ভোটের জন্য মৃত্যু ২৫ জনের।
এই আবহে খবর আসছে ভোটারদের বিএসএফ কর্মীর হুমকি। কোথায় হয়েছে এমন ঘটনা? জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে কোচবিহারের গিতালদহ-২ গ্রাম পঞ্চায়েতে। এই বিএসএফ কর্মীর বিরুদ্ধে ভোট প্রক্রিয়া
আটকানোর অভিযোগ আনা হয়েছে। তবে হুমকি দিয়ে লাভ হয়নি। এরপর ক্ষপ্ত গ্রামবাসীরা তাকে ধাওয়া করে। এরপর সেই কর্মী সেখান থেকে পালিয়ে যায়।