কলকাতা: সীমান্তে বড়সড় অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)৷ বিএসএফ সূত্রে খবর, রবিবার মালদা, উত্তর ২৪ পরগনা ও নদিয়ার সীমান্ত লাগোয়া বিভিন্ন জায়গা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে ২২ জন বাংলাদেশি ও ২ রোহিঙ্গা৷ তাদের সেই চেষ্টা ভেস্তে দেয় বিএসএফ৷ তাদের কড়া নজর এড়িয়ে কাটাতার পেরতে পারেননি অনুপ্রবেশকারীরা৷ সূত্রের খবর, অধিকাংশ অনুপ্রবেশকারীই মুম্বই, বেঙ্গালুরু ও হায়দরাবাদে শ্রমিক বা হাউসকিপিং-এর কাজে আসছিল। (bsf foils illegal infiltration smuggling bangladesh)
বড় চোরাচালানের চেষ্টা bsf foils illegal infiltration smuggling bangladesh
এই অভিযানের পাশাপাশি, একটি বড় চোরাচালানের চেষ্টাও রুখে দিয়েছে বিএসএফ। উদ্ধার হয়েছে ফেনসিডিল, জাল ওষুধ ও গরু। স্থানীয় খালি আউটপোস্টের কাছে সন্দেহজনক এক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করেন বিএসএফ জওয়ানরা। নদীর বাঁধের দিকে দ্রুত এগিয়ে আসছিল সে। মাথায় ছিল পলিথিনের ব্য়াগ। বিএসএফ সামনে আসতেই মাথার ব্যাগ ফেলে পালিয়ে যায়৷ ওই ব্যাগের মধ্যে থেকে ৫৬৫ বোতল ফেনসিডিল, তিন কেজি গাঁজা, ২,৯০০ স্ট্রিপ কুইনিন সল্ফেট ট্যাবলেট ও ৭০০ ইনজেকশন কুইনিন ডাইহাইড্রোক্লোরাইড উদ্ধা করা হয়। এছাড়াও, ১১৯তম ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা মহদীপুর, গোপালনগর, সাবদালপুর ও নওদা সীমান্তে ৫৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন।
গবাদি পশুর চোরাচালান bsf foils illegal infiltration smuggling bangladesh
এদিন ৮৮তম ব্যাটালিয়নের জওয়ানরা পন্নাপুর সীমান্ত চেকপোস্টে ৮টি গবাদি পশু চোরাচালানকারীদের কাছ থেকে উদ্ধার করেন। ১১৫তম ব্যাটালিয়নের সদস্যরা ৩টি গবাদি পশু উদ্ধার করেছেন।
উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত গবাদি পশুগুলিকে ই-ট্যাগিং করা হবে এবং পরবর্তীতে সেগুলো ধ্যান ফাউন্ডেশনের কাছে নিরাপত্তার জন্য পাঠানো হবে।
দক্ষিণবঙ্গ সীমানার জনসংযোগ আধিকারিক জানান, বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। তিনি আশ্বাস দেন যে, এমন ধরনের অবৈধ প্রচেষ্টাগুলির বিরুদ্ধে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।