পণ্যবাহী লরিতে লুকিয়ে ওপার বাংলা থেকে এপারে আসার চেষ্টা! বিএসএফের বিরাট কামাল

পণ্যবাহী লরিতে লুকিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা বানচাল করল সীমান্ত সুরক্ষা বাহিনী (BSF)। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরেই হিংসার আগুনে আরও…

bsf

পণ্যবাহী লরিতে লুকিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা বানচাল করল সীমান্ত সুরক্ষা বাহিনী (BSF)। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরেই হিংসার আগুনে আরও জ্বলে ওঠে বাংলাদেশ। একের পর এক লাশের সারিতে ভরে যায় রাজপথ। সংখ্যালঘু হিন্দুদের উপরে ক্রমশ বাড়তে থাকে আক্রমণের ঘটনা। এহেন তপ্ত পরিস্থিতিতে কাঁটাতার পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছেন অনেক নিরীহ মানুষ, কিন্তু সীমান্তে সদা প্রস্তুত সীমান্ত রক্ষা বাহিনী।

বাংলায় আন্তর্জাতিক সীমান্তে বৃহৎ বাংলাদেশি দলের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করল বিএসএফ

   

বিএসএফ সূত্রে পাওয়া খবর, তাঁদের হাতে ধরা পড়েছে এক বাংলাদেশি যুবক। ধৃতের নাম ডাবলু শেখ। বাড়ি বাংলাদেশের গাইবান্ধায়। বৃহস্পতিবার সকালে হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে ওই বাংলাদেশি নাগরিক। জানা যাচ্ছে, রপ্তানির গাড়ি বাংলাদেশ থেকে ফিরে আসছিল। সেই সময় চালকের নজর এড়িয়ে লরির হুডে ত্রিপল জড়িয়ে লুকিয়ে ছিল সে। এরপর বাংলাদেশ থেকে হিলি সীমান্ত দিয়ে ভারতে ঢোকার পর বিএসএফের চেকিংয়ে ধরা পড়ে ওই বাংলাদেশি যুবক।

অরাজক ও-পার বাংলা, বাংলাদেশের ভারতীয় ভিসা সেন্টারগুলো নিয়ে বড় সিদ্ধান্ত দিল্লির

তবে এই ব্যাপারে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বিএসএফ। শুধুই কি হিংসার হাত থেকে বাঁচতে নাকি অন্য কোনও উদ্দ্যেশে এইদেশে এসেছে সে, সেই নিয়ে রীতিমতো দ্বন্দ্বে বিএসএফ কর্তারা। বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই বাংলাদেশি নাগরিক ও লরি চালক‌কে আটক করে বিওপিতে নিয়ে যায়। এই ঘটনার পরে হিলি সীমান্তের সুরক্ষা আরও বাড়ানো হয়েছে।

একই সঙ্গে নন্দিত-নিন্দিত, ব্যতিক্রমী হিসাবেই বুদ্ধদেব চিরস্মরণীয় বঙ্গ রাজনীতিতে

প্রসঙ্গত বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর থেকে অনেক অনুপ্রবেশের চেষ্টা হয় ভারতে। এক ব্যক্তি তাঁর পরিবার সমেত ভুয়ো আধার কার্ড নিয়ে এদেশে ঢোকার চেষ্টা করে ধরা পড়েন। শুধু তাই নয়, কোচবিহার সীমান্ত পেরোনোর চেষ্টা করেন কয়েক হাজার ওপার বাংলার লোক।