BSF: নদিয়ায় উদ্ধার ১০ কোটি টাকার বিপুল সোনা

রাজ্যে ফের উদ্ধার বিপুল পরিমাণ সোনা। বাজেয়াপ্ত করা সোনার বাজারমূল্য কমপক্ষে দশ কোটি টাকা। প্রতিবেশি বাংলাদেশ থেকে সীমান্ত পার করে সোনার চোরাচালান ভারতে আসার পর বিএসএফ জালে পড়ে চোরাকারবারি। এই ঘটনা নদি়য়ার। আন্তর্জাতিক সীমারেখা লাগোয়া চেকপোস্টের কাছে রানাঘাটে এই চোরাই সোনা বাজেয়াপ্ত করে BSF রক্ষীরা।

রাজ্য সীমান্ত এলাকা জুড়ে প্রতিনিয়ত নজরে আসছে একের পর এক বেআইনি কাজ। এবার বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) শনিবার বাংলাদেশ থেকে ভারতে 10.25 কোটি টাকার 17 টি সোনার বার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। উদ্ধার হওয়া সোনার ওজন ছিল প্রায় 16.7 কেজি।

   

গোপন তথ্যের ভিত্তিতে, জওয়ানের দুটি দল রানাঘাট সীমান্ত ফাঁড়িতে একটি রেড চালায়। শনিবার সকাল ১১টার দিকে  BSF রক্ষীরা তাদের এলাকায় একটি সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীকে আসতে দেখে অভিযানটি শুরু হয়। জিজ্ঞাসাবাদের পর, ওই ব্যক্তির কথায় অসঙ্গতি দেখা যায়। যার ফলে তাকে এবং তার গাড়িতে পুঙ্খানুপুঙ্খ ভাবে তল্লাশি চালানো হয়। তল্লাশির পর লোকটির কোমরে বাঁধা একটি কাপড়ের বেল্টের মধ্যে লুকিয়ে রাখা 17টি সোনার বার পাওয়া যায়। ধৃত ব্যক্তির নাম আজর মন্ডল (২৭)। পাচারকারী উত্তর ২৪ পরগনা জেলার রাজকোল গ্রামের একজন ফুল চাষী।

জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি গত কয়েকদিন ধরে আন্তঃসীমান্ত চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে জানায় বাংলাদেশের মাটিলা গ্রামের বাসিন্দা আলম মন্ডলের কাছ থেকে সোনার বারগুলি পেয়েছে। তাকে এই সোনা বনগাঁর অন্য এক চোরাকারবারীর কাছে পৌঁছে দিতে বলা হয়। কর্তৃপক্ষ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চোরাকারবারী ও সোনা কলকাতার কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন