HomeWest BengalBankura: বাঁকুড়ার ইন্দাসে বোমা উদ্ধার, আটক দুটি গাড়ি সহ আটজন

Bankura: বাঁকুড়ার ইন্দাসে বোমা উদ্ধার, আটক দুটি গাড়ি সহ আটজন

- Advertisement -

ব্যাগভর্তি তাজা বোমা সহ আটক দুটি গাড়ি। পাটরাইয়ের দিক থেকে বাঁকুড়ার (Bankura) ইন্দাসে যাওয়ার পথে বাঁধেরপাড় এলাকায় গাড়ি দুটিকে আটক করে তল্লাশি করতেই ব্যাগ ভর্তি বোমার হদিশ পায় পুলিশ। দুটি গাড়ির দুই চালক সহ গাড়িতে সওয়ার থাকা মোট আটজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর অনুযায়ী, মনোনয়নে গণ্ডগোল তৈরি করতে ইন্দাসে গাড়িতে করে বোমা আনা হতে পারে। সতর্ক করা হয় ইন্দাস থানার সবকটি নাকা পয়েন্টকে।

   

আজ দুটি গাড়ি পাটরাই এর দিক থেকে ইন্দাসের যাওয়ার সময় সেগুলিকে থামিয়ে তল্লাশি করে পুলিশ। গড়িতে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়। পরে গাড়ি দুটিকে ও গাড়িতে থাকা আটজনকে আটক করে ইন্দাস থানায় নিয়ে আসে পুলিশ।

উল্লেখ্য, পুলিশের দাবি ওই গাড়িগুলির একটিতে বিজেপির দলীয় পতাকা নিয়ে এক যাত্রী সওয়ার ছিল। বিজেপির দাবি, গাড়িগুলিতে বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে ইন্দাসের বিডিও অফিসে যাচ্ছিলেন। তৃণমূল চক্রান্ত করে গাড়িগুলিতে বোমা রেখে তা উদ্ধারের নাটক করা হচ্ছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular