Egra: ভোটের আগে বাংলায় তাজা বোমা উদ্ধার

কাঁথি ( পূর্ব মেদিনীপুর ): খালের পাশে বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এগরা (Egra)-র ২ ব্লকের বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েতের জামুয়া-লছিমপুর এলাকায়। শনিবার বিকালে…

bomb

কাঁথি ( পূর্ব মেদিনীপুর ): খালের পাশে বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এগরা (Egra)-র ২ ব্লকের বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েতের জামুয়া-লছিমপুর এলাকায়। শনিবার বিকালে গ্রামের খালপাড়ে বেশ কয়েকটি হাতবোমা (Bomb) ও বারুদ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। এনিয়ে তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। তারপর তা নিষ্ক্রিয় করার ব্যবস্থা করা হয়। তবে পুলিশের দাবি, বোমাগুলি পুরনো। কী উদ্দেশ্যে সেখানে বোমাগুলি রাখা হয়েছিল, কারা রেখেছিল, তার কারণ পুলিশ খতিয়ে দেখছে। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।

এলাকার তৃণমূল নেতা তথা বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত শী বলেন ” বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাস কায়েম করার জন্য বোমা মজুত রেখেছিল। সুবিধা করতে না পেরে সেখানে ফেলে দিয়ে গিয়েছে। আমরা পুলিসকে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়েছি “।

বিজেপির মেদিনীপুর জেলা সাংগঠনিক জেলা সম্পাদক তন্ময় হাজরা বলেন ” এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কাজ। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই শাসকদল পায়ের তলায় মাটি হারাচ্ছে। কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় বাহিনী এলাকায় এলে তল্লাশি চালাবে, তাই ভয় পেয়ে দুষ্কৃতীরা বোমাগুলি রাতের অন্ধকারে সেখানে ফেলে দিয়ে গিয়েছে “। এগরা থানার আইসি অরুণকুমার খান বলেন ” গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে “।