দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে বাড়ির ভিতরে বোমা বাঁধার সময় বিস্ফোরণ (Bomb Blast)। ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক দম্পতি। মঙ্গলবার দুপুরে বকুলতলা থানার অন্তর্গত এলাকায় এই বিস্ফোরণ ঘটে। পুলিশ জানিয়েছে, জখমদের নাম কালাম শেখ ও তাঁর স্ত্রী মনসুরা শেখ।
স্থানীয় সূত্রের খবর, কালাম ও মনসুরার বাড়ি থেকেই আচমকা বিকট শব্দ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতায় দু’জনেই গুরুতর জখম হন। ঘটনাস্থল থেকে মনসুরাকে উদ্ধার করে প্রথমে নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে বিস্ফোরণের পর থেকে কালাম শেখের কোনও খোঁজ মেলেনি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গোপনে বাড়িতে বোমা বানানোর সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে বা কেন ওই বাড়িতে বোমা তৈরি হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত এপ্রিল মাসেই দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাটে একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল আট জনের, যাঁদের মধ্যে চারজন শিশু। ওই ঘটনায় বাজি কারখানার মালিক চন্দ্রকান্ত বণিককে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির ছাদ উড়ে গিয়েছিল, আসবাবপত্র ছিটকে পড়েছিল পাশের মাঠে। তিনটি শিশুর দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল সেই ঘটনায়।
জয়নগরের ঘটনাতেও বেআইনি বিস্ফোরক মজুত ও তৈরির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তদন্তের পরই পুরো চিত্র স্পষ্ট হবে বলে জানানো হয়েছে।