পঞ্চায়েত ভোটের একদিন আগে বিস্ফোরণ। তাও আবার রাজ্যপাল (CV Annad Bose) সিভি আনন্দ বোসের সফরের আগেই। রাজভবন সূত্রে জানা গেছে, সংঘর্ষ কবলিত মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রামে সফর করবেন রাজ্যপাল। এদিকে তাঁর সফরর আগে বিস্ফোরণের জেরে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য।
মুর্শিদাবাদে বোমা বাঁধার সময় বিস্ফোরণে আঙুল উড়ে যায় দুই কংগ্রেস কর্মীর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহতদের ভর্তি করা হয়েছে জঙ্গিপুর হাসপাতালে।
ডোমকলেও চলেছে রাজনৈতিক সংঘর্ষ। বাম তৃণমূল সংঘর্ষে একাধিক জখম বলে জানা যাচ্ছে। পঞ্চায়েত ভোটে বারবার রাজনৈতিক সংঘর্ষ ও বিস্ফোরণ হয়েছে জেলায়। খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনের ঘটনা ঘটে।
জেলা সফরে রাজ্যপাল এর আগে নিহত টিএমসি ও বিজেপি সমর্থকদের আত্মীমীয়দের সাথে দেখা করেছেন। অভিযোগ তিনি বাম ও কংগ্রেস নিহতদের পরিবার এড়িয়ে যান। এদিন খড়গ্রামে নিহত কংগ্রেস সমর্থকের পরিবারের সাথে তিনি কি দেখা করবেন? উঠছে এই প্রশ্ন।
জানা গেছে, মুর্শিদাবাদের ফরাক্কার অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের তোফাপুরের বাসিন্দা আবদুল লতিফ ও আফতারুল শেখ। আবদুল লতিফের দিদি তোফাপুরের কংগ্রেস প্রার্থী। বৃহস্পতিবার গভীর রাতে তোফাপুরের একটি আমবাগানে বোমা বাঁধা হচ্ছিল, সেখানেই বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম হন আবদুল লতিফ ও আফতারুল শেখ।
ইতিমধ্যেই কলকাতা থেকে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বেলা ১২ টায় ডোমকল পৌঁছনোর কথা তার। অশান্ত এলাকা পরিদর্শন করবেন তিনি। মৃতের পরিবারের সঙ্গে কথা বলবেন।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির খবর পাওয়া গেছে। ভোটপর্বে এখনও ১৮ জন নিহত, জখম বহু।