Birbhum: মুড়ি-মুড়কির মতো পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতে পড়ল বোমা

ফের শিরোনামে বীরভূম (Birbhum)। বোমের শব্দে কেঁপে উঠল সিউড়ি। জানা গিয়েছে, শপথ গ্রহণের পরের দিনই সিউড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান বিদ্যাসাগর সাউয়ের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল।…

Birbhum: মুড়ি-মুড়কির মতো পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতে পড়ল বোমা

ফের শিরোনামে বীরভূম (Birbhum)। বোমের শব্দে কেঁপে উঠল সিউড়ি। জানা গিয়েছে, শপথ গ্রহণের পরের দিনই সিউড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান বিদ্যাসাগর সাউয়ের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল।

সূত্র মারফত খবর, শুক্রবার ভোর ৩টে নাগাদ ঘটনাটি ঘটেছে সিউড়ির ৩ নম্বর ওয়ার্ডের রক্ষাকালীতলায়। ইতিমধ্যে ঘটনার ফুটেজ সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ৩টি বাইকে ৬ জন দুষ্কৃতী আসে ও তারা তৃণমূল নেতা ও সিউড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান বিদ্যাসাগর সাউয়ের বাড়ি লক্ষ্য করে একের পর এক বোমা ছুঁড়তে শুরু করে। প্রায় ১৫-২০টি বোমা ছোড়া হয় বলে অভিযোগ।

Advertisements

এদিকে খবর পেয়েই সিউড়ি থানার পুলিশকে নিয়ে রাতেই ঘটনাস্থলে যান ডিএসপি আইন শৃঙ্খলা অয়ন সাধু। কী কারণে হামলা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যক্তিগত শত্রুতার কারণেও এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা পুলিশের।