Birbhum: বোলপুরে ডাইনি অপবাদে ঘরছাড়াদের ফেরাল প্রশাসন, প্রতিবেশিরা খুশি নন

সাল ২০২৩ চারিদিকে নজরে আসে বিজ্ঞানের উন্নতি। তা সত্ত্বেও কুসংস্কারে ভুগছে বহু জায়গার মানুষ। প্রায় সাড়ে তিন বছর ধরে ডাইনি অপবাদে গ্রাম ছাড়া ছিলেন ৩ পরিবার। অবশেষে প্রশাসনের উদ্যোগে ফিরে এলেন বাড়িতে।

গ্রাম ছাড়া ছিলেন বোলপুর থানার মণিকুন্ডুডাঙ্গা এলাকার তিনটি পরিবারের প্রায় ১২ জন সদস্য। প্রশাসনের নজরে আসার পরই তৎপর হয় তারা। একাধিকবার বোলপুর মহকুমা শাসকের নেতৃত্বে প্রশাসনের আধিকারিকরা উদ্যোগ নেন। গ্রাম ছাড়া পরিবারের সদস্যদের গ্রামে ফেরানোর উদ্যোগ নেন।

   

তবে এলাকাবাসীরা সেটা মেনে নেয়নি। বুধবার বোলপুর মহকুমা শাসক সহ প্রশাসনের আধিকারিকরা গ্রামে গিয়ে আদিবাসী পরিবারের সদস্যদের গ্রামে ফিরিয়ে দিয়ে আসেন। দীর্ঘদিন ধরে গ্রাম ছাড়া পরিবারের সদস্যদের বাড়ি ব্যবহার হয়নি। ফলে বসবাসের অনুপযোগী হয়ে উঠেছিল সেই বাড়ি। মেরামতের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। পাশাপাশি খাবারের বন্দোবস্ত করা হয়েছে।

প্রায় সাড়ে তিন বছর আগে গ্রামের সদস্যদের দাঁড়ায় নির্যাতন সহ্য করতে হয়েছিল এই তিন পরিবারকে। ডাইনি অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দিয়েছিল অন্যান্য প্রতিবেশীরা। ফলে কার্যত অসহায় হয়ে নিজস্ব ভিটে ছাড়তে হয়েছিল এই ১২ জনকে। অবশেষে প্রশাসনের তৎপরতায় নিজেদের বাড়ি ফিরে পেয়ে তারা আপ্লুত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন