AIFF: স্টিমাচ প্রসঙ্গে কী ভাবছে ভারতীয় ফুটবল ফেডারেশন? জানুন

বর্তমানে এশিয়ান গেমসের শেষ ষোলোর ম্যাচ নিয়ে প্রচন্ড ব্যস্ত ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। শেষ ম্যাচে তার দল মায়ানমারের সঙ্গে ড্র করলেও পরবর্তী রাউন্ডে সৌদি…

AIFF Igor Stimac

বর্তমানে এশিয়ান গেমসের শেষ ষোলোর ম্যাচ নিয়ে প্রচন্ড ব্যস্ত ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। শেষ ম্যাচে তার দল মায়ানমারের সঙ্গে ড্র করলেও পরবর্তী রাউন্ডে সৌদি আরবের ফুটবল দলের সঙ্গে মুখোমুখি হতে হবে তাদের। লড়াইটা যে খুব একটা সহজ হবে না তা কিন্তু বলাই চলে। তবু নিজেদের সেরাটা তুলে ধরতে চান সকলে।

এসবের মাঝেই জাতীয় দলের কোচকে নিয়ে উঠে আসল এক নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, বসনিয়ার জাতীয় দলের নতুন কোচ হিসেবে সাভো মিলেসোভিকের পাশাপাশি ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচের দিকে নাকি বিশেষ নজর রাখা হচ্ছে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

   

পরবর্তীতে এই নিয়ে ভারতীয় দলের হেড কোচকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি এখন এশিয়ান গেমসের দিকে মনোযোগী। আমি এখন অন্যকিছু ভাবছি না। এছাড়াও এইসব নিয়ে এখন কোনো বিভ্রান্তি চাই না। অর্থাৎ এসব নিয়ে তিনি যে এখন মাথা ঘামাতে চান না তা এক প্রকার পরিষ্কার। পূর্বে এই নিয়ে ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি তথা কল্যাণ চৌবে বলেন, ইগর স্টিমাচের সঙ্গে নাকি চুক্তি বাড়ানোর কথাই ভাবা হয়েছিল তাদের তরফ থেকে। সেইমতো নাকি এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে সমস্ত কিছু।

এমনকি শাজি প্রভাকরণের তরফ থেকে একটি বিশেষ মেইল করার কথা জানানো হয়েছে। পরবর্তীতে কল্যাণ চৌবে জানান, এশিয়ান গেমসের পাঠ চুকিয়ে দল দেশে ফেরার পর রাজধানীতে বসে স্টিমাচের সঙ্গে চুক্তি নবীকরণের সমস্ত বিষয় আলোচনা করার পরিকল্পনা তাদের রয়েছে। তবে তার আগে এসব দিকে নজর দিতে নারাজ সকলেই।

উল্লেখ্য, গত ২০১৯ সালের দায়িত্ব গ্রহণের পর আগামী ২০২৪ সালে আয়োজিত এশিয়ান চ্যাম্পিয়নশিপের পর তার সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা ছিল ভারতীয় ফুটবল ফেডারেশনের। তবে সব ঠিক থাকলে এশিয়ান গেমসের পরেই বাড়ানো হতে পারে সেটি। এক্ষেত্রে আরও দুইটি বছরের জন্য বাড়ানো হতে পারে ইগর স্টিমাচের মেয়াদ।