Paschim Bardhaman: পাণ্ডবেশ্বরে কুয়োতে শিশু কন্যার দেহ, ছড়িয়ে আছে অনেক টাকা

রহস্যজনক ভাবে বাড়ির কুয়ো থেকে উদ্ধার ৬ বছরের শিশু কন্যার মৃতদেহ। এই গোটা ঘটনায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে পশ্চিম বর্ধমানের (Paschim.Bardhaman) পাণ্ডবেশ্বরে। দমকলবাহিনি এসে…

Paschim Bardhaman: পাণ্ডবেশ্বরে কুয়োতে শিশু কন্যার দেহ, ছড়িয়ে আছে অনেক টাকা

রহস্যজনক ভাবে বাড়ির কুয়ো থেকে উদ্ধার ৬ বছরের শিশু কন্যার মৃতদেহ। এই গোটা ঘটনায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে পশ্চিম বর্ধমানের (Paschim.Bardhaman) পাণ্ডবেশ্বরে। দমকলবাহিনি এসে শিশুকন্যার দেহ উদ্ধার করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।

জানা গিয়েছে সোমবার, রাত দশটা নাগাদ বৈদ্যনাথপুর পঞ্চায়েতের কোনদা গ্রামের উপপাড়ার বাসিন্দা পেশায় পোস্ট অফিস এজেন্ট বাপি গোস্বামীর বাড়ির কুয়ো থেকে উদ্ধার শিশু কন্যার মৃতদেহ। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বেশ কয়েক হাজার টাকা। পরিবারের সন্দেহ এটি চুরির ঘটনা।

ধরা পড়ার ভয় চোরেরা তাদের মেয়েকে ফেলে দেয় কুয়োর মধ্যে। রাতে কালি প্রতিমা বিসর্জন দেখতে গিয়েছিলেন মৃত শিশুর বাবা। স্ত্রী ও ৬ বছরের মেয়ে বর্ষা ছাড়াও বাড়িতে ছিলেন বৃদ্ধ বাবা-মা। বিসর্জন থেকে ফেরার পথে খবর পায় বাড়িতে চুরি হয়েছে। খুঁজে পাওয়া যাচ্ছে না মেয়েকে। বাড়ি ফিরে নজরে আসে আলমারি খোলা, বাড়ির সব জিনিসপত্র ছড়ানো ছিটানো। আলমারিতে রাখা গ্রাহকদের পাস বই ও টাকা পয়সা লোপাট।

Advertisements

খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমায় পাড়া-প্রতিবেশীরা। সঙ্গে আসেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। শুরু হয় নিখোঁজ মেয়ের খোঁজ। রাস্তায় নজরে আসে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গ্রাহকদের পাস বই ও নগদ কিছু টাকা। বাড়ির ভিতরে কুয়োর মধ্যে পড়ে রয়েছে নিখোঁজ মেয়ের দেহ। এরপরেই খবর দেওয়া হলে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল বাহিনী। কুয়ো থেকে শিশুটির দেহ উদ্ধার করা হয়। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।