বাংলায় কেন খুন বাংলাদেশী সাংসদ? কারণ ফাঁস করলেন শুভেন্দু

কলকাতায় বাংলাদেশী সাংসদকে হত্যাকাণ্ডকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। একদম ছক কষে বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম আনারকে খুন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিকে এই ঘটনা প্রসঙ্গে এবার বিস্ফোরক তথ্য দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বাংলায় সাংসদকে খুনের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেই রীতিমতো কাঠগড়ায় তুললেন শুভেন্দু। আজ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। মমতা সরকার গুন্ডাদের রক্ষা করছে। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে, সেই কারণেই এমন ঘটনা ঘটছে। দেশের বদনাম হচ্ছে।’

   

এদিকে আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় বড় ধরনের তথ্য ফাঁস হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুনের জন্য প্রায় পাঁচ কোটি টাকার সুপারি দিয়েছিল তাঁরই এক বন্ধু। এখন এই মামলার একটি সিসিটিভি ফুটেজও সামনে এসেছে। ভিডিওতে এক ব্যক্তিকে একটি নীল স্যুটকেস বহন করতে দেখা যাচ্ছে। বলা হচ্ছে, বাংলাদেশের এই সংসদ সদস্যকে হত্যা করে তার লাশ টুকরো টুকরো করে কেটে এই স্যুটকেসে ঢোকানো হয়। পুলিশের মতে, খুনিরা সাংসদকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এরপর তার দেহ কেটে অনেক টুকরো করে দেওয়া হয়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। 

 

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন