Murshidabad: পুরভোটের আগে পুড়ল বিজেপির পতাকা

দ্বিতীয় দফার পুরভোটের (Municipal Election 2022) আগেই ফের পুড়ল বিজেপির পতাকা। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের (TMC) দিকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে। জানা গিয়েছে, মুর্শিদাবাদ পৌরসভার…

Murshidabad: পুরভোটের আগে পুড়ল বিজেপির পতাকা

দ্বিতীয় দফার পুরভোটের (Municipal Election 2022) আগেই ফের পুড়ল বিজেপির পতাকা। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের (TMC) দিকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে।

জানা গিয়েছে, মুর্শিদাবাদ পৌরসভার ১৩ নাম্বার ওয়ার্ডে বিজেপি (BJP) পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।সোমবার ঘটা এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

গেরুয়া শিবিরের অভিযোগ, সামনেই পৌরসভার নির্বাচন। আর এই নির্বাচন কে সামনে রেখে মুর্শিদাবাদ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিজেপির দলীয় পতাকা লাগানো হয়েছে। তবে সেই পতাকা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও এই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

এদিকে পুরভোটের আগে শুরু হয়েছে দলের অন্দরে ভয়াবহ ভাঙন। সম্প্রতি মুর্শিদাবাদ সাংগঠনিক দক্ষিণ জেলা বিজেপির শীর্ষ নেতৃত্বও যোগ দেন তৃণমূলে। জেলা বিজেপির সাধারণ সম্পাদক তপন চন্দ্র তৃণমূলে যোগ দেন।

Advertisements

উল্লেখ্য, এই করোনা আবহেই আগামী ২২ জানুয়ারি দ্বিতীয় দফায় পুরভোট হওয়ার কথা ছিল বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি এবং চন্দননগরে। তবে ঊর্ধ্বমুখী সংক্রমণের কথা মাথায় রেখে ২২ জানুয়ারির বদলে ওই ৪ কেন্দ্রে পুরভোট হবে  ১২ ফেব্রুয়ারি।

কলকাতা হাইকোর্টের নির্দেশে সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে এবং রাজ্যের সমর্থন পাওয়ার পর ১২ ফেব্রুয়ারি ৪ কেন্দ্রে নির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন। কমিশনের বক্তব্য, কলকাতা হাইকোর্টের রায়কে সম্মান জানিয়েই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছে।যদিও কমিশন সূত্রে খবর, নতুন করে আরও মনোনয়ন জমা নেওয়া হবে না। এতদিন যে আদর্শ আচরণ বিধি জারি ছিল , সেটাই চলবে। এছাড়া বদল হবে না কোনো কোভিড বিধি।