HomeWest Bengalবিজেপির বিডিও দফতর ঘেরাও কর্মসূচিতে বিভিন্ন জেলা সরগরম

বিজেপির বিডিও দফতর ঘেরাও কর্মসূচিতে বিভিন্ন জেলা সরগরম

- Advertisement -

তৃণমূলের একুশে জুলাই কর্মসূচির দিনই গোটা রাজ্যে বিডিও অফিস অভিযানের ডাক দিয়েছে বিজেপি। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা জেলায় জেলায়। ভাঙল পুলিশের ব্যারিকেড, তুমুল ধস্তাধস্তি, পোড়ানো হল মুখ্যমন্ত্রীর কুশপুতল।

প্রসঙ্গত , বালুরঘাটে বিডিও অফিস ঘেরাও অভিযানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বালুরঘাট বিডিও অফিস চত্বরে। আবার, পোলবায় মুখ্যমন্ত্রীর কুশপুতুল নিয়ে মিছিল করে বিডিও অফিসে ডেপুটেশন দিতে আসে পদ্ম কর্মীরা। তার আগে থেকেই বিডিও অফিস চত্বরে ১৪৪ ধারা জারি করা হয়। ক্যানিং ১ নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে ঝামেলার সৃষ্টি হয়। রায়গঞ্জেও বিডিও অফিস ঘেরাও করে বিজেপি। বীরভূমের খয়রাশোলে বিডিও অফিসে বিক্ষোভ দেখাতে গিয়ে বিজেপির পক্ষ থেকে বিডিওকে স্মারকলিপির সঙ্গে দেওয়া হল চুড়ি। পুরুলিয়াতেও ব্যাপক বিক্ষোভ দেখা যায়।

   

বিজেপির অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। গণনা কেন্দ্র থেকে চুরি হয়ে গিয়েছে সিসিটিভি। বিডিও অফিসারদের বিরুদ্ধে প্রতিবাদে চলছে বিক্ষোভ কর্মসূচি। তৃণমূলের শহিদ দিবসকে “ডিম-ভাতের উৎসব” বলে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেছেন, “আজ ডিম-ভাতের উৎসবে অহঙ্কার দেখুন। ৫ অগস্ট বিজেপির ছোট থেকে বড় নেতাদের বাড়ি নাকি ঘিরবে।

নেতাদের বাড়ি বন্ধ থাকবে। বয়স্ক ছাড়া কাউকে ঢুকতে দেবে না। অভিষেক শুনে রাখুন আপনার বিরুদ্ধে এফআইএর-এর কপি নিয়ে কোর্টে যাচ্ছি। একটা বিজেপি কর্মীর কাছে ঘেরাও করে দেখুন, দিল্লিতে সংসদে আপনাদের সাংসদদের ঢুকতে দেব না।” শুভেন্দু বলেছেন, “এই অসভ্যের রাজনীতি আমরা দেখিনি। ব্যক্তিগত আক্রমণ, বাড়িতে আক্রমণ, গাড়িতে আক্রমণ। এত সরকার এসেছে কিন্তু এ রকম করেনি। সিপিএম ৩৪ বছর মিছিলে হামলা করেছে, বোম মেরেছে। এই কোম্পানি বাড়িতে হামলা করতে বলে। কী সাহস।”

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular