জামিন চাইতে গিয়েছিলেন (BJP) আদালতে। কিন্তু জামিনের আবেদন তো মঞ্জুর হলই না, উল্টে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়ে দিলেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি বসিরহাট মহকুমা আদালতের। সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পির ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত। সন্দেশখালি লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্রর অত্যন্ত ঘনিষ্ঠ এই পিয়ালি।
সন্দেশখালির বেশ কিছু ভিডিয়ো গত কয়েক সপ্তাহে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। অভিযোগ-পাল্টা অভিযোগ ঘিরে সরগরম হয়েছে রাজ্য-রাজনীতি। সেই সময় সাদা কাগজে সই করিয়ে মিথ্যা ধর্ষণের মামলা রুজু করানোর অভিযোগ ওঠে পিয়ালির বিরুদ্ধে। দিন কয়েক আগে পিয়ালির বাড়িতে নোটিসও দেয় পুলিশ। এরপরই জামিন নেওয়ার তোড়জোড় শুরু করেন পিয়ালি।
সেই মতো আজ, মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে জামিনের আবেদন জানান পিয়ালি। কিন্তু বিচারক তাঁর জামিনের আর্জি খারিজ করে দিয়ে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। গত সপ্তাহে নিয়তি মাইতি নামে এক মহিলা পিয়ালি দাসের বিরুদ্ধে সন্দেশখালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ পিয়ালির বাড়িতে যায়।
Lakshmir Bhandar: ‘লক্ষ্মীর ভান্ডার’ নিয়ে বিরাট ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। পিয়ালি ও তাঁর পরিবারের কাউকে না পেয়ে বাড়ির সামনে নোটিস দিয়ে আসে। পিয়ালিকে সন্দেশখালি থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরই জামিন নেওয়ার প্রস্তুতি শুরু করেন সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি। সেই মতো আজ হাজির হন বসিরহাট মহকুমা আদালতে। কিন্তু জামিন দেওয়ার বদলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।
সন্দেশখালির ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে স্থানীয় মহিলারা জোরদার আন্দোলনের নামেন। সেই সময় যে সমস্ত মহিলারা আন্দোলনের প্রথম সারিতে ছিলেন, তাঁদের মধ্যে অন্যতম সন্দেশখালির বিজেপি প্রার্থী রেখা পাত্র, বিজেপি নেত্রী পিয়ালি ওরফে মাম্পি দাস। ভোটের মাঝে সন্দেশখালির একাধিক ভিডিয়ো ভাইরাল হয়। সেই সব ভিডিয়োতে দাবি করা হয়, সন্দেশখালির ঘটনা পুরোটাই সাজানো।
ভিডিয়োতে এও বলা হয়, বিজেপি নেতারা পরিকল্পনা করেই ঘটনা ঘটিয়েছে। মহিলাদের টাকা বিতরণ করে তাঁদের দিয়ে মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। মহিলাদের দিয়ে সাদা কাগজে সই করিয়ে নিয়ে গিয়েছেন বিজেপির নেতারা। তারপর ইচ্ছা মতো বয়ান বসিয়ে পুলিশ অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে সেই মামলাগুলি তুলতে গেলে মহিলাদের হুমকিও দেওয়ার অভিযোগ ওঠে মাম্পির বিরুদ্ধে।