Purba Medinipur: মুখ্যমন্ত্রীর সফরের আগে জয়জয়কার বিজেপির

রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী পূর্ব মেদিনীপুর সফরের কয়েক ঘন্টা আগে ধাক্কা খেলো শাসক দল তৃণমূল কংগ্রেস। সমবায় কৃষি উন্নয়ন সমিতি’র জিতলো রাজ্যের বিরোধীদল বিজেপি।…

BJP

রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী পূর্ব মেদিনীপুর সফরের কয়েক ঘন্টা আগে ধাক্কা খেলো শাসক দল তৃণমূল কংগ্রেস। সমবায় কৃষি উন্নয়ন সমিতি’র জিতলো রাজ্যের বিরোধীদল বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর ব্লকের বৃন্দাবনপুর ১ গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত এড়াশাল সমবায় কৃষি উন্নয়ন সমিতি। লোকসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন কোন বিজেপি বলে রাজনৈতিক মহলে ধারণা।

জানাগেছে, চণ্ডীপুর ব্লকের বৃন্দাবনপুর ১ গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত এড়াশাল সমবায় কৃষি উন্নয়ন সমিতি ভোট ছিল রবিবার। এদিন সকালে থেকেই নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছিল। কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় চণ্ডীপুর থানার পুলিশ। ওই সমিতি’তে মোট ৯ টি আসনে প্রার্থী দেয় দুইপক্ষ। সমবায় সমিতি নির্বাচনে কোন প্রতীক না থাকলেও লড়াই ও উত্তেজনা ছিল চরমে।

৯ টি আসনের মধ্যে রাজ্যের বিরোধী দল বিজেপি ৬ টি আসন পান, শাসক দল তৃণমূল কংগ্রেস ৩ টি আসন জয়লাভ করে। জয়লাভের পর আবির খেলায় মেতে উঠে জয়ী সমবায় সমিতির সদস্যরা থেকে বিজেপি কার্যকর্তারা। আবির ও বাজি ফাটিয়ে উল্লাস করেন।

Advertisements

তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি পুলক কুমার গুড়িয়া বলেন ” সব থেকে পুরনো সমবায় সমিতি, ১০৪ বছরের বেশি! সেখানেই তৃণমূল ও সিপিএম যেভাবে দুর্নীতি করে গেছে! এলাকার নেতৃত্ব থেকে ও স্থানীয় বাসিন্দারা সমবায় সমিতি বাঁচানোর জন্য গর্জে উঠেন “।

স্থানীয় তৃণমূল নেতৃত্বদের দাবি ” এখানে কোন প্রতীক থাকে না। বিজেপি অহেতুক উল্লাস করছে। প্রতীক থাকে না তাই ব্যক্তি কেন্দ্রীক ভোট হয় “।