BJP: ভাগাভাগির সংসারে পিকনিক করেই বিদ্রোহ চলল বনগাঁয়

বঙ্গ বিজেপি (BJP) শিবিরে স্পষ্টত বিভাজন। যেন ভাগাভাগির সংসার। শান্তনু ঠাকুর-সহ অনেকেই পিকনিক করলেন নিজেদের মতো করে। দলের অনেকে আবার ছিলেনও না সেখানে।     জানা…

BJP Party Office

short-samachar

বঙ্গ বিজেপি (BJP) শিবিরে স্পষ্টত বিভাজন। যেন ভাগাভাগির সংসার। শান্তনু ঠাকুর-সহ অনেকেই পিকনিক করলেন নিজেদের মতো করে। দলের অনেকে আবার ছিলেনও না সেখানে।

   

জানা গিয়েছে, সোমবার পিকনিকে গিয়েছিল শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। সঙ্গে ছিলেন বিজেপির সান্ততনু বসু, জয়প্রকাশ মজুমদারের মতো বিক্ষুব্ধ নেতারা৷ বনগাঁর নহাটায় হয়েছে পিকনিক।

নতুন কমিটি নিয়ে রাজ্য বিজেপিতে অশান্তি। লুকোচুরি না করে বিষয়টি প্রকাশ্যে এনেছেন ঠাকুর বাড়ির শান্তনু। গেরুয়া শিবির প্রসঙ্গে মতুয়াদের মধ্যে অসন্তোষ। কিছু দিন আগে পোর্ট ট্রাস্টের অতিথি নিবাসে দরজা বন্ধ করে বৈঠক করেছিলেন শান্তনু। মতুয়া নেতারা জানিয়েছিলেন, ‘আমরা ঠাকুরকে মেনে চলি’।

পিছিয়ে গিয়েছে রাজ্যের কর্পোরেশন ভোট। কিন্তু তাতেও স্বস্তি নেই। নিজেদের গুছিয়ে মাঠে নামার অবস্থাতেই এখন নেই ভারতীয় জনতা পার্টি। কারণ নিজেদের শিবিরেই এখন আগুন। শান্তনু দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষেরাও বিক্ষুব্ধদের সমর্থনে রয়েছেন।

অভিযোগ, কোনও এক ব্যক্তি ছড়ি ঘোরাতে চাইছে পশ্চিমবঙ্গ বিজেপিতে। যদিও সরকারি কারও নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে পোস্টার পড়েছে৷ রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে অমিতাভর কারণেই যত সমস্যা। অমিতাভ সংগঠনের নতুন সাধারণ সম্পাদক। পোস্টারে তাঁর ছবির সঙ্গে লেখা ‘পিকের টিমের দালাল’।