UAE: আবুধাবিতে জঙ্গি হামলা, নিহত ভারতীয়-পাকিস্তানি নাগরিকরা

ইয়েমেনের ক্ষমতা দখলকারী হুথি গোষ্ঠীকে হঠাতে আপ্রাণ চেষ্টা করেও পারছে না সৌদি আরব নেতৃত্ব চলা যৌথ সেনা। জোট সেনার অন্যতম সদস্য সংযুক্ত আরব আমিরশাহি (UAE)…

ইয়েমেনের ক্ষমতা দখলকারী হুথি গোষ্ঠীকে হঠাতে আপ্রাণ চেষ্টা করেও পারছে না সৌদি আরব নেতৃত্ব চলা যৌথ সেনা। জোট সেনার অন্যতম সদস্য সংযুক্ত আরব আমিরশাহি (UAE) -তে হামলা চালিয়ে ফের নিজেদের শক্তি দেখাল হুথিরা।

সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী আবুধাবিতে বড়সড় ড্রোন হামলা করেছে তারা। হুথি সংগঠনটি জঙ্গি তালিকাভুক্ত।

আল জাজিরার খবর, আবুধাবি বিমানবন্দরে ড্রোন হামলায় কমপক্ষে তিনজন নিহত। এদের মধ্যে দুজন ভারতীয় ও একজন পাকিস্তানি। আরব নিউজ জানাচ্ছে, হামলায় আরও জখম হয়েছেন ৬ জন। আবুধাবি জুড়ে সতর্কতা জারি হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান বন্দর আবুধাবি। সেখানে ড্রোন হামলার পর সংযুক্ত আরব আমিরশাহির দুবাইতে জারি বিশেষ সতর্কতা। এছাড়াও সৌদি আরব, বাহরিন সহ অন্যান্য দেশের সরকার সতর্ক।

আরব দুনিয়ার দেশ ইয়েমেনের সরকারের সঙ্গে দেশটির হুথি গোষ্ঠীর তীব্র সংঘর্ষ চলছে ২০১৪ সাল থেকে। প্রেসিডেন্ট মানসুর হাদির সরকারের পতন হয়। হুথিরা ইয়েমেন দখল করে। দেশত্যাগী মনসুর হাদির সমর্থনে পুরো সৌদি আরব নেতৃত্বে জোট সেনা নেমেছে হুথি তাড়াতে। জোট সেনা বিখ্যাত এডেন বন্দর পুনরায় কব্জা করলেও রাজধানী সানা এখনও হুথি দখলে।

ইয়েমেন ঘিরে ইসলানিক দুনিয়ায় বিভেদ প্রবল। হুথিদের পক্ষে আছে ইরান। আর তাদের বিপক্ষে সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন।