জুনেই বিজেপির রাজ্য সভাপতি বদল

sukanta majumder

মন্ত্রী হতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি (BJP West Bengal) সুকান্ত মজুমদার। আর তাই রাজ্য সভাপতি বদল করতে চলেছে বিজেপি। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বিজেপিতে একই সঙ্গে দুটি পদে থাকা যায় না। সেই কারণেই সুকান্ত মজুমদারের জায়গায় নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করতে হবে বঙ্গ বিজেপিকে। রাজ্য সভাপতি হিসেবে সুকান্তর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চলতি বছর সেপ্টেম্বরে।

Advertisements

২০২১ সালে ২১ সেপ্টেম্বর মেয়াদ শেষ হওয়ার আগেই রাজ্য সভাপতির পদ থেকে হঠাৎ দাপুটে নেতা দিলীপ ঘোষকে সরিয়ে দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ওই দিন সন্ধ্যায় দিল্লি থেকে ঘোষণা করা হয়, রাজ্যে বিজেপির নতুন সভাপতি হচ্ছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে দলের সর্বভারতীয় সহ-সভাপতি করে বিজেপি হাইকমান্ড।

দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বিজেপির রাজ্য সভাপতির পদ নির্বাচনভিত্তিক এবং তার মেয়াদ থাকে তিন বছর। এক জন ব্যক্তি একটানা দু’দফায় মোট ৬ বছর সভাপতি থাকতে পারেন। তবে শুধুমাত্র নির্বাচনে ভিত্তিতে নয়, অ্যাড হক ভিত্তিতেও নিয়োগ করা হয়ে থাকে রাজ্য সভাপতিকে। দিলীপ ঘোষকে অ্যাড হক ভিত্তিতে নিয়োগ করা হয়। পরে সাংগঠনিক নির্বাচনেও তিনি দ্বিতীয় বারের জন্য সভাপতি থেকে যান।

‘এনডিএ সরকার টিকবে না, ক্ষমতায় আসবে ইন্ডিয়া’, তারিখ বলে দিলেন মমতা!

Advertisements

২০২১ এর বিধানসভা ভোটে বিজেপির প্রত্যাশিত সাফল্য না পাওয়া এবং পরবর্তী সময়ে দলকে ধরে রাখতে না পারার কারণেই দিলীপের ওপর রুষ্ট হন কেন্দ্রীয় নেতৃত্ব। আর তাই দিলীপ ঘোষের মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ২০২১ এর সেপ্টেম্বরে সেই পদে নিয়ে আসা হয় আরএসএস ঘরানার তরুণ অধ্যাপক সুকান্ত মজুমদারকে। 

সুকান্ত মজুমদার দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষকে পরাজিত করে বালুরঘাট থেকে প্রথমবারের মতো সাংসদ হন তিনি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যায় এমএসসি, বিএড এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন সুকান্ত। মালদহ জেলার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার অধ্যাপক তিনি।

অভিষেককে নয়! দলের অন্য ৬ সাংসদকে বিরাট দায়িত্ব দিলেন মমতা