Dilip Ghosh: বিসর্জনের বাজনা বেজে গেছে, কাটমানির টাকা তৃণমূল বিজয়া সম্মীলনী: দিলীপ ঘোষ

তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী নিয়ে চরম কটাক্ষ দিলীপ ঘোষের

দুর্নীতিতে জর্জরিত শাসক দল তৃণমূল কংগ্রেস। এই অভিযোগে দলীয় সমর্থনে পড়েছে টান। প্রতিনিয়ত অভিযোগ উঠেছে দলের নেতাদের বিরুদ্ধে। তাই পঞ্চায়েত ও লোকসভা ভোটের আগে সমর্থন ভিত মজবুত করতে বিজয়া সম্মীলনী অনুষ্ঠানের মাধ্যমে জনসংযোগে জোর দিয়েছে তৃণমূল। আগামী ১২ দিনে ৫০০ জনসংযোগ করার পরিকল্পনা। এ নিয়ে তৃ়নমূলকে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ (Dilip Ghoah) ঘোষ। তিনি বলেন এদের বিসর্জন ঘন্টা বেজে গেছে।

বৃহস্পতিবার খড়গপুর শহরে চা চক্রে বের হন সাংসদ দিলীপ ঘোষ। মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের বিজয়া সম্মিলনী কাটমানির টাকায় হবে। মজ-মস্তি হবে। ডিজে বাজবে।

   

তিনি বলেন, তৃণমূল এই বিজয়া সম্মিলনী আমাদের দেখে শিখছে। আমরা মণ্ডলে-মণ্ডলে ১ হাজার ২০০ বেশি বিজয়া সম্মেলনী করছি। সেটা দেখে মনে হয়েছে যে, এটা তো জনসংযোগের একটি ভাল মাধ্যম। সেটা যদি হয় আমার মনে হয় এটি একটি ভাল কাজ।

তিনি আরও বলেন, সমাজের সবাইকে নিয়ে আনন্দ করা পুজোর পরে মিলিত হওয়া যে অসুরক্ষা, অসামঞ্জস্য সমাজে দেখা যাচ্ছে। সেটা যদি কোনও পার্টি করে সেটা ভাল কথা।

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনের প্রস্তুতি সারতেই এবার ময়দানে নেমছে সমস্ত রাজনৈতিক দল। সেখানেই ফাঁপড়ে পড়েছে শাসক দল। প্রাক্তন মন্ত্রী এখন জেলবন্দি। এক তৃণমূল বিধায়ক ইডি হেফাজতে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, গোরু পাচারেও জেলবন্দি অনুব্রত মণ্ডল। তাই দলের ড্যামেজ কন্ট্রোল করতে ময়দানে নামছেন তৃণমূলের নেতারা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন