HomeWest BengalHowrah: ২১ জুলাই উলুবেড়িয়ায় BJP জনসভা, অশান্তির আশঙ্কা করছে প্রশাসন

Howrah: ২১ জুলাই উলুবেড়িয়ায় BJP জনসভা, অশান্তির আশঙ্কা করছে প্রশাসন

- Advertisement -

হজরত মহম্মদকে নিয়ে হিন্দুত্ববাদী নেত্রী নুপূর শর্মার মন্তব্যের জেরে হিংসাত্মক আন্দোলন ছড়িয়েছিল উলুবেড়িয়ায়। ভাঙা হয়েছিল বিজেপি অফিস। সেই ঘটনার প্রতিবাদেই আগামী ২১ জুলাই হাওড়ায় (Howrah) সমাবেশ কর্মসূচি স্থির করেছে বিজেপি।

হাওড়া জেলা প্রশাসন ও পুলিশ চিন্তিত। কারণ, সংখ্যালঘু অধ্যুষিত উলুবেড়িয়ায় বিজেপির সমাবেবেশ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। ওই দিনই শাসক তৃণমূল কংগ্রেসের তরফে ধর্মতলায় শহীদ দিবস পালন কর্মসূচি। ফলে পরিস্থিতি গরম হবে বলে আশঙ্কা প্রশাসনের।

   

বিজেপি সূত্রে খবর, উলুবেড়িয়ার সমাবেশে ভাষণ দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের কাছে কর্মসূচি পালনের আবেদন করা হয়েছে। তবে মাঠ বাতিল করেছে কর্তৃপক্ষ। অভিযোগ, পুলিশের সঙ্গে কথা বলার পরেও যারা মাঠের দায়িত্বে রয়েছে, তাদেরকে ভয় দেখানো হয়েছে। পুলিশ এবিষয়ে সহযোগিতা করছে না বলে অভিযোগ তোলা হয়েছে বিজেপির তরফে। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। মঙ্গলবার এই মামলার শুনানি।

নূপুর শর্মার মন্তব্যের জের ধরে হাওড়ার উলুবেড়িয়া, পাঁচলা সহ একাধিক এলাকা বিচ্ছিন্ন হয়েছিল। পুলিশের ওপর হামলা হয়। বিজেপির দলীয় কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এলাকা পরিদর্শনে যেতে বাধা দেওয়ায় শুভেন্দু যেতে পারেননি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular