যৌন নির্যাতনে অভিযুক্ত অধরা, থানা ঘিরে বিক্ষোভ বিজেপির

যৌন নির্যাতনে অভিযুক্তকে শনাক্ত কড়া গেলেও পুলিশের হেলদোলের কারণে গ্রেফতার করা যাচ্ছে না। নাবালিকা নির্যাতিতাকে বিচার দিতে দক্ষিণ ২৪ পরগনার সাগর থানা ঘিরে বিক্ষোভ দেখাল…

agnimitra paul

যৌন নির্যাতনে অভিযুক্তকে শনাক্ত কড়া গেলেও পুলিশের হেলদোলের কারণে গ্রেফতার করা যাচ্ছে না। নাবালিকা নির্যাতিতাকে বিচার দিতে দক্ষিণ ২৪ পরগনার সাগর থানা ঘিরে বিক্ষোভ দেখাল বিজেপি। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল।

Advertisements

আরও পড়ুন: Myanmar: ইউক্রেনের ভয়াবহতাকে হার মানিয়ে মিজো সীমান্তের বর্মী গ্রামে গণহত্যা

   

নির্যাতিতার পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ তারিখ কোচিং থেকে ফেরার পথে একই পাড়ার এক যুবক নাবালিকাকে জোর করে তুলে নিয়ে গিয়ে তার সাথে অশ্লীল আচরণ করে। এরপর বাড়ি ফিরলে সে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। কাকদ্বীপের একটি হাসপাতালে শারীরিক পরীক্ষা করানো হয়। রিপোর্টে ধরা পড়লে পুলিশের কাছে সাক্ষীও দেয় নির্যাতিতা। পুলিশে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করা হয়। এরপরই অগ্নিমিত্রা সহ বিজেপির শতাধিক কর্মী থানা ঘিরে বিক্ষোভ করেন। তাঁর অভিযোগ, একটি ৯ বছরের মেয়েকে যৌন পীড়ন দেওয়া হল। এমন নৃশংস ঘটনার পরও পুলিশ নিষ্ক্রিয়। সবই তৃণমূলের কারসাজি বলে দাবি করেন বিধায়িকা।

আরও পড়ুন: করোনা কাটিয়ে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী নিয়ে সোমবার শুরু মাধ্যমিক

নির্যাতিতার এলাকার বিধায়কের নাম বঙ্কিম ভট্টাচার্য। তিনি এই ঘটনার নিন্দা করেছেন এবং অপরাধীদের শাস্তি দেওয়া হবে। নাবালিকার পরিবারও জানিয়েছে, স্থানীয় প্রশাসন সাহায্য করছে এবং সব ঘটনার তদন্ত চলছে। তবে অভিযুক্ত এখনও অধরা।