লোকসভা ভোটের মুখে নতুন করে বিতর্কে জড়িয়েছেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা কটূক্তি নিয়ে এখন শিরোনামে রয়েছেন। এরই মাঝে এবার চরম পদক্ষেপ নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার মন্তব্যের ব্যাখ্যা চাওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “আমি চিঠির মাধ্যমে নোটিশের জবাব দেব। আমার বক্তব্য নিয়ে বিতর্কের মুখে পড়ার ঘটনা এই প্রথম নয়, এর আগেও আমি অন্যায়কারীদের সামনে কথা বলছি। দলসহ অনেকে বলেছেন, আমি অসংসদীয় ভাষা ব্যবহার করেছি, যদি তাই হয় তাহলে আমি দুঃখ প্রকাশ করছি। আমি নোটিশের সরাসরি জবাব দেব।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিলীপের মন্তব্যের নিন্দা করে বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সিং সই করা নোটিশে বলা হয়েছে, ‘দিলীপ ঘোষ, আপনার বক্তব্য অশোভন ও অসংসদীয়। যা ভারতীয় জনতা পার্টির নীতিরও বিরোধী। দলের এই বক্তব্যের নিন্দা জানানো হয়েছে। সর্বভারতীয় রাষ্ট্রপতি জেপি নাড্ডার নির্দেশ অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব আপনার আচরণ স্পষ্ট করুন। “
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক পটভূমি নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের মন্তব্য বিতর্কের সৃষ্টি হয়েছে। দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। মমতাকে উদ্দেশ্য করে গতকাল মঙ্গলবার দিলীপ ঘোষ বলেন, “উনি গোয়ায় গিয়ে বলেন, ‘আমি গোয়ার মেয়ে’। ত্রিপুরায় গিয়ে বলেন, আমি ‘ত্রিপুরার মেয়ে’। আরে বাপ তো আগে ঠিক করুন। যার তার মেয়ে হওয়া ঠিক নয়।”
BJP President JP Nadda issued a notice seeking clarification from Dilip Ghosh regarding his remarks on West Bengal CM Mamata Banerjee. pic.twitter.com/s841qdMQnV
— ANI (@ANI) March 26, 2024