সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতার সরকার, খুশি বিজেপি

কলকাতা: লোকসভা ভোট মিটেছে বেশ কিছুদিন হল। ফলে ফের একবার শিরোনামে উঠে এল সন্দেশখালি (Sandeshkhali) মামলা। আর এই সন্দেশখালি মামলায় আজ সোমবার সুপ্রিম কোর্টে জোরদার…

কলকাতা: লোকসভা ভোট মিটেছে বেশ কিছুদিন হল। ফলে ফের একবার শিরোনামে উঠে এল সন্দেশখালি (Sandeshkhali) মামলা। আর এই সন্দেশখালি মামলায় আজ সোমবার সুপ্রিম কোর্টে জোরদার ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা হাইকোর্ট সন্দেশখালি কাণ্ডের তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। আর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল শাসক দল। তবে রাজ্যের সেই আর্জিই খারিজ করেছে দেশের শীর্ষ আদালত। সেইসঙ্গে জানানো হল, ৪৩টি মামলারই তদন্ত চালিয়ে যাবে সিবিআই।

 এবার এই বিষয়ে বড় মন্তব্য করলেন বিশিষ্ট আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)। তিনি বলেন, “সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যখন এতগুলো এফআইআর দায়ের হয়েছে, তখন নিশ্চয়ই কিছু তো একটা হয়েছে। তদন্ত চলছে এবং সিবিআই মামলার তদন্ত চালিয়ে যাবে। আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করি এবং সন্দেশখালির মানুষ এখন নিরাপদ।”

   

এদিকে সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের আবেদন খারিজ করা প্রসঙ্গে সিপিআইএম নেতা মহম্মদ সেলিম বড় দাবি করলেন। তিনি বলেন, “সরকারের কাজ হল তদন্ত করে সত্য খুঁজে বের করা। মানুষ সত্যের গভীরতা জানতে চায়। চোরাচালান হচ্ছে, জমি দখল হচ্ছে, সংগঠিত অপরাধ হচ্ছে, মহিলাদের হেনস্থা করা হচ্ছে। আর এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ করছে মানুষ, কারণ সরকার দোষীদের আড়াল করার চেষ্টা করছে। সুতরাং সুপ্রিম কোর্ট সঠিক কাজটিই করেছে। তদন্ত হওয়া উচিত।”