বিজেপি’র নয়া রাজ্য কমিটিতে তনুজা-তাপস, নাম নেই দিলীপের

BJP new state committee

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ৩৫ সদস্যের নতুন রাজ্য কমিটি ঘোষণা করল বঙ্গ বিজেপি। তবে এই নতুন তালিকায় প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম না থাকায় রাজনৈতিক মহলে জোর শোরগোল শুরু হয়েছে। শুধু দিলীপ ঘোষই নন, কমিটিতে ঠাঁই হয়নি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারেরও।

আদি-নব্য সমীকরণ ও নতুন মুখের আগমন

এবারের কমিটির অন্যতম বড় চমক তৃণমূল থেকে আসা প্রবীণ নেতা তাপস রায়। তাঁকে সরাসরি রাজ্য সহ-সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তর কলকাতার এই দাপুটে নেতাকে বড় দায়িত্ব দিয়ে বিধানসভা ভোটের আগে বিশেষ বার্তা দিতে চাইছে বিজেপি নেতৃত্ব। পাশাপাশি নজর কেড়েছে তনুজা চক্রবর্তীর প্রত্যাবর্তন। দীর্ঘদিন কোণঠাসা থাকার পর শমীক ভট্টাচার্যের হাত ধরে তনুজাদেবীও সহ-সভাপতির পদ পেলেন।

   

দিলীপ ঘোষের অনুপস্থিতি নিয়ে জল্পনা BJP new state committee

কয়েকদিন আগেই কলকাতায় এসে অমিত শাহ স্পষ্ট বার্তা দিয়েছিলেন দিলীপ ঘোষকে সক্রিয় করার। তারপর থেকে তাঁকে বিভিন্ন কর্মসূচিতে সামনের সারিতে দেখা যাচ্ছিল। কিন্তু রাজ্য কমিটির তালিকায় তাঁর নাম না থাকা ‘দিলীপ অনুগামী’দের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। যদিও দলের একটি অংশের দাবি, তিনি রাষ্ট্রীয় স্তরে কোনো বড় দায়িত্ব পেতে পারেন।

কমিটির কিছু গুরুত্বপূর্ণ দিক:

সদস্য সংখ্যা: মোট ৩৫ জন।

নারী শক্তি: ৩৫ জনের মধ্যে ৭ জন মহিলা সদস্য (প্রায় ২০ শতাংশ)।

নেতৃত্ব: রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের অধীনেই লড়বে টিম বিজেপি।

পুরনো নেতার প্রত্যাবর্তন: তনুজা চক্রবর্তীর মতো অভিজ্ঞ নেতাদের পুনর্বাসন।

বিজেপির অন্দরের খবর, আদি ও নব্য নেতৃত্বের টানাপড়েনের কারণেই দুর্গাপূজোর আগে এই কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি। এখন এই নতুন টিম নিয়ে বিধানসভা নির্বাচনের ময়দানে বিজেপি কতটা সাফল্য পায়, সেটাই দেখার।

West Bengal: West Bengal BJP New Committee 2026: Dilip Ghosh and Suvendu Adhikari left out of the 35-member state team. Former TMC leader Tapas Roy becomes Vice President. Read the full analysis of Shamik Bhattacharya’s new team and BJP’s internal rift.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন