মোদীর সাংসদের মুখে ইন্দিরার জয়গান, খেলা ঘুরছে!

নিউজ ডেস্ক: মোদীর সাংসদের মুখে ইন্দিরা গান্ধীর প্রশংসা। কেরলের ত্রিশূরের বিজেপি সাংসদ সুরেশ গোপীর শনিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন,”ইন্দিরা গান্ধীই ভারত জননী।”বিজেপি সাংসদের এই…

নিউজ ডেস্ক: মোদীর সাংসদের মুখে ইন্দিরা গান্ধীর প্রশংসা। কেরলের ত্রিশূরের বিজেপি সাংসদ সুরেশ গোপীর শনিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন,”ইন্দিরা গান্ধীই ভারত জননী।”বিজেপি সাংসদের এই মন্তব্যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপির অন্দরে। কেরলের বাম দূর্গ ত্রিশূর থেকে এবার প্রথম বিজেপি সাংসদ হিসেবে জয়ী হয়েছেন সুরেশ গোপী। প্রধানমন্ত্রী মোদী বিরোধীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে মোটেও পছন্দ করেন না। কিন্তু সেই পথে না হেঁটে ইন্দিরাকে নিয়ে সুরেশের এই মন্তব্য আসলে বিরোধীদের প্রতি সৌজন্যের বার্তা বলেই মনে করছে রাজনৈতিকমহল। শনিবার ত্রিশূরের প্রয়াত কংগ্রেস নেতা কে.করুনাকরণের স্মারকসভায় বক্তৃতা দিতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

এবার লোকসভা ভোটে ত্রিশূর কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বি ছিলেন কে.করুণাকরণের পুত্র কে.মুরলীধরন। রাজনৈতিক রেষারেষি থাকলেও তাঁর এই রাজনৈতিক সৌজন্যতা নজর কেড়েছে নেটিজেনদেরও। সুরেশ গোপী মালায়লাম সিনেমার জাতীয় পুরস্কারপ্রাপ্ত একজন জনপ্রিয় অভিনেতা। তিনি একাধারে গায়ক ও পরিচালকও। এবার লোকসভা ভোটে ত্রিশূর থেকে একটি আসন পাওয়ায় সবাই ভেবেছিল হয়ত মোদী সরকারের ক্যাবিনেটে কোনও মন্ত্রীত্ব পেতে পারেন তিনি। কিন্তু এবার সেই ভাগ্য শিঁকে ছেড়েনি।

   

এই ঘটনা নিয়ে রীতিমতো হতাশ কেরলের বিজেপি নেতৃত্ব। আর যাই হোক, রাজ্যটা যেহেতু কেরল, সেখানে বিজেপির পক্ষে একটা আসন বের করাও যথেষ্ট কৃতিত্বের বলেই মনে করছে রাজনৈতিকমহল। কিন্তু তা সত্বেও সুরেশ গোপীকে অন্তত কোনও রাষ্ট্রমন্ত্রীর পদ না দেওয়াতেও বেজায় ক্ষুব্ধ কেরলের গেরুয়া শিবির।

১৯৭১ সালে বাংলাদেশ যুদ্ধের পর সংসদে দাঁড়িয়ে অসমের এক কংগ্রেস সাংসদ বলেছিলেন, ” ইন্দিরা ইজ ইন্ডিয়া ।” সেই মন্তব্য নিয়ে কম জলঘোলা হয় নি সেই সময়। এবার সেই ইন্দিরার ছায়া আবার ফিরে এল মোদীর সরকারের ওপর।