দিল্লিতে লোকসভার বুকে দাঁড়িয়ে তৃণমূলকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। ভরা সভায় যা বললেন তা শুনে সকলেই রীতিমতো তাজ্জব হয়ে গিয়েছেন আজ মঙ্গলবার। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ মঙ্গলবার তৃণমূলকে আক্রমণ করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গকে সঠিক দিশা না দেখালে পশ্চিমবঙ্গ বাংলাদেশের অংশ হয়ে যাবে।
আজ লোকসভায় বসে থাকা তৃণমূল সাংসদদের দিকে আঙুল তুলে সৌমিত্র বলেন, মুসলিমদের তোষণের ঘটনা এতটাই ঘটছে যে ১০ বছর পর তাঁরা আর সংসদে ফিরবেন না। তিনি বলেন, ‘বাংলায় মুসলিম রাষ্ট্রের শাসন শুরু হয়েছে। এটাই সবচেয়ে বড় সমস্যা। হিন্দুরা সেখানে জয় শ্রীরাম বলতে পারে না, সরস্বতী এবং কালীপুজো করতে পারে না।’
এরপরেই আসল বোমাটা ফাটান সাংসদ। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন ছাড়া অন্য কোনও নির্বাচন হয় না। পশ্চিমবঙ্গে এটা একটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে যে শাসক দল রাজ্যপাল, রাষ্ট্রপতি এবং আদালতের কথা শুনবে না। নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনীর অনুপস্থিতিতে পশ্চিমবঙ্গে নির্বাচন হতে পারে না। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত বা পৌরসভা নির্বাচন হয় না। ওরা ২০০ জনেরও বেশি বিজেপি কর্মীকে খুন করেছে।’
সাংসদ বলেন, ‘সাম্প্রতিক নির্বাচনের পর আমাদের যুব মোর্চা কর্মী খুন হয়েছেন। কোচবিহারে নগ্ন অবস্থায় এক মহিলাকে ঘুরিয়েছে তৃণমূল। তৃণমূল বিধায়ক বলেন, এটা মুসলিম রাষ্ট্র, রাস্তায় নামলে মহিলাকে মারধর করা যায়। রাস্তার মাঝখানে এক মহিলাকে মারধর করে তারা। গতকাল চোপড়ায় এই ঘটনা ঘটেছে।’
#WATCH | Delhi: During the Lok Sabha proceedings, BJP MP from West Bengal’s Bishnupur Saumitra Khan says, “In West Bengal, no election takes place other than Lok Sabha and state assembly elections. It has become a tradition in West Bengal that they will not listen to the… pic.twitter.com/IVcfJtqndx
— ANI (@ANI) July 2, 2024