Saumitra Kha: ‘তৃণমূলে টিকিট না পেলে বিজেপিতে আসুন’, বার্তা সৌমিত্র খাঁর

‘তৃণমূলের টিকিট না পেলে আমাদের দলে আসুন।’ সরাসরি তৃণমূল নেতাদের এমন বার্তা দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)।

Saumitra Khan

‘তৃণমূলের টিকিট না পেলে আমাদের দলে আসুন।’ সরাসরি তৃণমূল নেতাদের এমন বার্তা দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। ১৫ জুন পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের সময়সীমা রয়েছে। বিরোধীদের দাবি অনুযায়ী, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই মনোনয়ন দিতে পারছে না তৃণমূল। পাল্টা কটাক্ষ করে তৃণমূল বলেন, প্রার্থী খুঁজে না পেয়ে বিজেপি এমন আবেদন করছে ।

Advertisements

মনোনয়নের শুরুর দিন থেকেই বাঁকুড়ার জয়পুর, কোতুলপুর, ইন্দাস ও পাত্রসায়র এই চারটি ব্লকে সন্ত্রাসের অভিযোগ তুলতে শুরু করেছেন বিরোধীরা। তৃণমূলের সন্ত্রাসের কারণেই এমনটা হয়েছে বলে দাবি জানিয়ে প্রতিদিনই কোনও না কোনও ব্লকে পথ অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছে বিজেপি।

প্রসঙ্গত, নিজের ফেসবুক পেজ থেকে লাইভ করে বিষ্ণুপুরের সাংসদ বলেন, “যাঁরা তৃণমূলে টিকিট পাচ্ছেন না, সেই বিক্ষুব্ধরা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা তাঁদের টিকিট দেওয়ার ব্যবস্থা করব। আপনাদের নেতারা ১২ বছর ধরে আপনাদের ঠকিয়েছে। এটাই শেষ সুযোগ। আসুন মনোনয়ন দিন।”

Advertisements

সাংসদ সৌমিত্র খাঁ আরও বলেন, “আমাদের লক্ষ্য তৃণমূলকে হারানো।” সৌমিত্র খাঁর ফেসবুক লাইভের মন্তব্য ঘিরে সমালোচনায় সরব তৃণমূল। তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি এখন প্রার্থী খুঁজে না পেয়ে তৃণমূলের কে বিক্ষুব্ধ হবে তার আশায় বসে রয়েছে।”