Locket Chatterjee: ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা: লকেট

পোস্টার বিতর্কে মুখ খুললেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (BJP MP Locket Chatterjee)। সরাসরি নিশানা করলেন রাজ্যের শাসক তৃণমূলকে। বললেন, ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা।…

Locket Chatterjee

short-samachar

পোস্টার বিতর্কে মুখ খুললেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (BJP MP Locket Chatterjee)। সরাসরি নিশানা করলেন রাজ্যের শাসক তৃণমূলকে। বললেন, ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা।

   

হুগলির বিজেপি সাংসদ। কিন্তু শ্রীরামপুরে তিনি বহিরাগত। লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এমনই পোস্টার পড়ে শ্রীরামপুর এবং বৈদ্যবাটি এলাকায়। পোস্টারে লেখা, বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই।

এ নিয়েই বৃহস্পতিবার মুখ খুললেন হুগলির বিজেপি সাংসদ। তিনি বলেন, “তৃণমূল লকেট চট্টোপাধ্যায়ের নামে জুজু দেখছে।” ঘাস ফুল শিবিরকে কটাক্ষ করে পদ্মের সাংসদ বলেন, “ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা।”

ভারতীয় রাজনীতিতে পোস্টার আক্রমণ নতুন নয়। বিভিন্ন সময়ে বিজেপির নেতানেত্রীদের বিরুদ্ধে পোস্টার পড়েছে। সবসময়ই বিজেপি এর পিছনে তৃণমূলের চক্রান্তের অভিযোগ তুলেছে। লকেটের গলাতেও একই সুর।‌ সেই সঙ্গে পালটা জবাবের হুঁশিয়ারি।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে লকেট চট্টোপাধ্যায় বলেন, “তৃণমূল লকেট চট্টোপাধ্যায়ের নামে জুজু দেখছে। কখনও তারা বিজেপির নাম করে শ্রীরামপুরে পোস্টার দিচ্ছে। কখনও আবার আরামবাগে পোস্টার দিচ্ছে। এরপর দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র দক্ষিণ কলকাতায় পড়বে। কখনও দেখবেন ডায়মন্ডহারবারে পড়বে।”