Arjun Singh: কমেছে রাগ অর্জুনের আপাতত বিজেপিতে থাকলেন

খানিকটা সুর নরম হলো ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ( Arjun Singh)। ঘনিষ্ঠ মহল এখনই তাঁর দলত্যাগ ইঙ্গিত দিল না। তবে আভাসে বলা হচ্ছে, তেমন…

BJP MP Arjun Singh

খানিকটা সুর নরম হলো ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ( Arjun Singh)। ঘনিষ্ঠ মহল এখনই তাঁর দলত্যাগ ইঙ্গিত দিল না। তবে আভাসে বলা হচ্ছে, তেমন বুঝলে ফের তৃণমূল কংগ্রেসে ফিরে যাবেন।

Advertisements

সম্প্রতি কেন্দ্রের পাট নীতি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছিলেন অর্জুন সিং। পাট শিল্প নিয়ে কেন্দ্রের নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আন্দেলনে নামার কথা বলেন। পাট নিয়ে অর্জুন সিংয়ের ক্ষোভ নেহাতই অজুহাত এমনই বার্তা বঙ্গ বিজেপির তরফে সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে গিয়েছিল।

   

এর পরেই কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন অর্জুন সিং। রবিবার ফের ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয় তবে সেখানে ডাক পড়েনি অর্জুন সিংয়ের। বেশ কিছুটা ক্ষোভ উগরে ছিলেন তিনি।

জানা যাচ্ছে, ত্রিপাক্ষিক বৈঠকের পর বেশ কিছুটা সুর নরম হয়েছে তাঁর। এদিনের বৈঠকের ইতিবাচক সিদ্ধান্তে ফলে পাটশিল্পের সমস্যা দূর হবে বলেই আশাবাদী ব্যারাকপুরের সাংসদ।

সাংবাদিক বৈঠক করে সংসদ জানিয়েছেন, এদিনের বৈঠক ইতিবাচক হয়েছে। বৈঠকে বস্ত্রদপ্তরের সচিব এবং রাজ্যের প্রতিনিধির ভূমিকা খুবই ভাল ছিল। সব বিষয় নিয়েই এদিন বিস্তারিত আলোচনা হয়েছে। বস্ত্রদপ্তরের সচিব এদিনের বৈঠকের রিপোর্ট বস্ত্রমন্ত্রীকে মঙ্গলবারের মধ্যে জানাবেন।

পাটশিল্পের একাধিক সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে বেসুরো কথা বলছিলেন অর্জুন। কেন্দ্রীয় সরকার পাটের দামের ঊর্দ্ধসীমা বেঁধে দেওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন অর্জুন। এছাড়াও এদিনের সাংবাদিক বৈঠক থেকে বিজেপি নেতা আরও জানিয়েছেন, রিপোর্ট জমা করার সময় হয়তো আমিও উপস্থিত থাকব। যিনি একমাত্র নেতিবাচক ছিলেন, সেই পাট কমিশনারও অনেকটা পিছিয়ে গিয়েছেন।