সীমান্তে ভারতীয় মহিলাকে ‘গণধর্ষণে’ অভিযুক্ত BSF, দিলীপ ঘোষের দাবি ‘ভুয়ো অভিযোগ’

রক্ষকই ভক্ষক! এমনই অভিযোগ। শুক্রবার বাংলাদেশে (Bangladesh) যেতে চাওয়া এক তরুণীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে সীমান্তে থাকা দুই বিএসএফ (BSF) জওয়ানের বিরুদ্ধে। ওই দুই জওয়ানকে…

সীমান্তে ভারতীয় মহিলাকে 'গণধর্ষণে' অভিযুক্ত BSF, দিলীপ ঘোষের দাবি 'ভুয়ো অভিযোগ'

রক্ষকই ভক্ষক! এমনই অভিযোগ। শুক্রবার বাংলাদেশে (Bangladesh) যেতে চাওয়া এক তরুণীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে সীমান্তে থাকা দুই বিএসএফ (BSF) জওয়ানের বিরুদ্ধে। ওই দুই জওয়ানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এই ঘটনায় বিএসএফের পাশেই দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি। দিলীপ ঘোষ বলেন, ‘‌কাশ্মীরে সেনাবাহিনীর বিরুদ্ধে এমন ভুয়ো অভিযোগ ওঠে। তবে যদি তা সত্যি হয়ে থাকে, তাহলে ভয়ঙ্কর ঘটনা।’‌

জানা গিয়েছে, নির্যাতিতা ওই মহিলার স্বামী বাংলাদেশে কাজ করেন। শুক্রবার অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢোকার আগে তাকে ধরে ফেলে বিএসএফ। ধৃত মহিলার অভিযোগ, তাঁকে পরপর ধর্ষণ করে দুই বিএসএফ রক্ষী। এদিকে অভিযোগের জেরে বাগদায় তীব্র উত্তেজনা। অভিযোগের ভিত্তিতে দুই রক্ষীকে গ্রেফতার করা হয়েছে।

Advertisements

তদন্তে উঠে আসছে, ওই মহিলার সন্তানকে আছাড় মারে দুই বিএসএফ রক্ষী। আরও অভিযোগ, সন্তানের সামনেই ধর্ষণ করা হয়। এতে জড়িত আরও কয়েকজন। অভিযোগের ভিত্তিতে ধৃত দুই জওয়ানকে জেরা করা হচ্ছে। বাগদা থানার পুলিশ তদন্তে নেমেছে।বাংলাদেশ সীমান্ত এলাকার গ্রামবাসীদের অভিযোগ, পাহারা দেওয়ার নামে অত্যাচার চালায় বিএসএফ।