Dilip Ghosh: কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, শেখ শাহজাহানকে নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহান (Sheikh Shahjahan)-কে নিয়ে বিতর্কের অন্ত নেই। এদিকে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে অস্বীকার করা প্রসঙ্গে বড় মন্তব্য করলেন বিজেপি সাংসদ…

short-samachar

সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহান (Sheikh Shahjahan)-কে নিয়ে বিতর্কের অন্ত নেই। এদিকে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে অস্বীকার করা প্রসঙ্গে বড় মন্তব্য করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

   

তিনি বলেছেন, “তৃণমূল কংগ্রেস দু’মাস ধরে ওঁকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু সংবাদমাধ্যম ও বিক্ষোভের চাপে তাঁকে গ্রেফতার করতে হয়েছে। তৃণমূল যে কোনও মূল্যে ওঁকে রক্ষা করার চেষ্টা করবে। তাঁর কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে, কিন্তু তৃণমূল তাঁকে ইডির হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে।”

কলকাতা হাইকোর্ট মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে তোলাবাজি, জমি দখল ও যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন প্রভাবশালী নেতা শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে অস্বীকার করেছে পশ্চিমবঙ্গ সরকার।

আদালত পুলিশকে বিকেল সাড়ে চারটের মধ্যে শাহজাহানের হেফাজত ও মামলার সামগ্রী স্থানান্তর করার নির্দেশ দিয়েছিল। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সিবিআইয়ের একটি দল কলকাতার পুলিশ সদর দফতর থেকে খালি হাতে ফেরে। কারণ রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, তাই শীর্ষ আদালতের রায় না আসা পর্যন্ত শেখ শাহজাহানকে মুক্তি দিতে অস্বীকার করেছে সরকার।