Dilip Ghosh: ‘বাংলাকে ঠান্ডা করতে প্রধানমন্ত্রীর মাত্র ২ মিনিট লাগবে’, হুঙ্কার সাংসদের

রাজ্যের শাসক দল তৃণমূলকে আজ রবিবার ফের একবার চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রোজকার মতো আজ ছুটির দিনেও চায়ে পে চর্চার আড্ডায় যোগ দিয়েছিলেন বিজেপি সাংসদ। এরপরেই লোকসভা ভোটের আবহে তৃণমূল ও দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।

আজ মেদিনীপুরে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেছেন, “তৃণমূলের পতাকার নীচে সুরক্ষিত রাজ্যের প্রতিটি কোণে গুন্ডা এবং ধর্ষকরা রয়েছে। দু’মাস ধরে এক অপরাধী, ধর্ষককে রক্ষা করল তৃণমূল। আমাদের প্রতিবাদ ও সংবাদমাধ্যমের চাপে পড়ে রাজ্য পুলিশ তাঁকে গ্রেফতার করতে বাধ্য হয় এবং অচিরেই তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়। তৃণমূল বাংলাকে ধ্বংস করেছে। তারা সম্পত্তি থেকে শুরু করে নারীর শালীনতা সবই লুট করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি কাশ্মীর ইস্যুকে ঠান্ডা করতে পারেন, তাহলে বাংলাকে ঠান্ডা করতে তাঁর মাত্র ২ মিনিট সময় লাগবে।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন