আমায় পদ ও পেন দেওয়া হলেও কালি দেওয়া হয়নি: অর্জুন সিং

Arjun Singh is joining BJP

পাটশিল্পের ভবিষ্যৎ ইস্যুতে সুর চরিয়ে সাম্প্রতিক সময়ে বিজেপির অস্বস্তি বাড়িয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। দ্বন্দ্ব মেটাতে বারবার তাঁকে দিল্লিও তলব করা হয়েছে। তবে সেই নৈব নৈব চ। এদিকে রবিবাসরীয় বৈঠকে অর্জুনের সঙ্গে বসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। তার আগে ফের একবার বঙ্গ বিজেপির বিরুদ্ধে অর্জুনের গলায় শোনা গেল বিক্ষোভের ঝাঁঝালো সুর।

তিনি বলেন, ‘তৃণমূল থেকে যাঁরা বিজেপিতে এসেছেন দলের অনেকেই তাঁদের গুরুত্ব দেয় না। রাজ্য বিজেপি নেতৃত্ব সোশ্যাল মিডিয়ায় আবদ্ধ হয়ে আছেন শুধু। বঙ্গ বিজেপির অনেকেই দলের ভালো চায় না। আমায় পদ দেওয়া হয়েছে, পেন দেওয়া হয়েছে কিন্তু কালি দেওয়া হয়নি। ২০১৯ সালের ভোটে এক নেতা বলেছিলেন অর্জুনকে হারাতে হবে।’

   

উল্লেখ্য, রাজ্যের পাটশিল্পের দুরবস্থা নিয়ে সাম্প্রতিক সময়ে ‘বিদ্রোহী’ হয়ে উঠেছেন অর্জুন সিং। বিজেপি সাংসদ হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে সরব হয়েছেন। পাটশিল্পের সমস্যার কথা বললেও কেন্দ্রীয় মন্ত্রী গোয়েল কর্ণপাত করেননি বলে অভিযোগ তুলেছিলেন তিনি। ইতিমধ্যে দিল্লি ঘুরেও এসেছেন তিনি। তবে লাভের লাভ কিছুই হয়নি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন