নয়াদিল্লি: ২৪-এর লোকসভা ভোট মিটতেই দিল্লিতে টানা বৈঠক হল বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহে (Amit Shah)-র। দুজনের মধ্যে টানা ৪৫ মিনিট মতো বৈঠক হয়েছে। আর এই বিষয়ে বড় তথ্য দিলেন শুভেন্দু নিজেই।
লোকসভা ভোটের বাংলার ফল নিয়েও দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে খবর। রাজ্যে একের পর এক জিংসা নিয়ে নালিশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু লেখেন, ‘আমি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই ৪৫ মিনিট সময় দেওয়ার জন্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ধৈর্য সহকারে পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়া জনহিংসা এবং চোপড়ায় তৃণমূল নেতা তাজিমুল ওরফে জেসিবি এবং কামারহাটি-আরিয়াদহে জয়ন্ত সিংয়ের মহিলাদের উপর অত্যাচারের কথা ধৈর্য সহকারে শোনেন।’
শুভেন্দু আরও বলেন, ‘অমিত শাহজি ভোট পরবর্তী হিংসার শিকার ব্যক্তিদের সম্পর্কে খোঁজ খবর নেন এবং তা প্রশমনের বিষয়ে পূর্ণ সমর্থন জানান। চোপড়াকে প্রকাশ্যে বেত্রাঘাতের ঘটনার ভিডিও থাকা ইউএসবি ড্রাইভটি তাঁর হাতে তুলে দিয়েছি। কোচবিহারে বিজেপির সংখ্যালঘু মোর্চা বিবস্ত্র করার ঘটনা, মুর্শিদাবাদে তৃণমূলের দুই গোষ্ঠী ও তৃণমূলের পঞ্চায়েত সদস্যের মধ্যে বাঁকড়া গ্যাং-এর সংঘর্ষ, তাজা বোমা নিয়ে ঘুরে বেড়ানো এবং আরিয়াদহ ঘটনার বিষয়েও তাঁকে জানাই।’
I would like to thank Hon’ble Union Home Minister and Minister of Cooperation; Shri @AmitShah Ji for sparing 45 mins, today at his residence in New Delhi.
Hon’ble Home Minister patiently listened about the “Mob Violence” that has gripped West Bengal and the atrocities committed… pic.twitter.com/6S7Fk9FBXT— Suvendu Adhikari (@SuvenduWB) July 11, 2024


