মাটি নয় বরং রাস্তা হল কাদার। বাঁকুড়ার গঙ্গজলঘাটি এলাকায় চারিদিকে ভরা খানাখন্দে। বৃষ্টির জল জমে তৈরি হয়েছে মরণ ফাঁদ। বেহাল রাস্তার হাল ফেরাতে ঝুড়ি কোদাল নিয়ে নেমে পড়লেন খোদ বিজেপি বিধায়ক।বাঁকুড়ার (Bankura) গঙ্গাজলঘাটি থেকে প্রায় আড়াই কিলোমিটার রাস্তা কার্যত পুকুরে পরিণত হয়েছে। এই বেহাল রাস্তায় চলাফেরা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। বছরের পর বছর যায় তবে পরিস্থিতি বদলায় না। এ বিষয়ে রীতিমত ক্ষুব্ধ এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা বিপদতারণ মন্ডল জানিয়েছেন, ” আমরা ছোটবেলা থেকে একই দৃশ্য দেখে আসছি। যদি এলাকা থেকে অসুস্থ হয়ে পড়ে তবুও তাকে কাঁধে করে দু কিলোমিটার নিয়ে যেতে হয়। গরমের সময় গাড়ি চললেও বৃষ্টিতে পায়ে হেঁটে চলাও দুষ্কর। কোনও সরকার কোনও রাজনৈতিক দল আমাদের এই সমস্যার সমাধান করছে না”।
বিজেপি বিধায়ক চন্দনা বাউরী (Chandana Bauri) তার বিধানসভা এলাকার এই রাস্তা দিয়ে প্রায়ই যাতায়াত করে। তার অভিযোগ এমএলএ ফান্ডের টাকা খরচ করে এই রাস্তা তৈরি করতে চাইলেও, তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রশাসন। অবশেষে নিজেই স্বামীর সঙ্গে রাস্তা মেরামতির কাজ শুরু করে বিধায়ক।
এ বিষয়ে তৃণমূল নেতা নিমাই মাঝি জানিয়েছেন, “দীর্ঘদিন ধরে যে ওই রাস্তা খারাপ ছিল তা পাশ হয়েছে। পথশ্রী প্রকল্পে কাজ চলছে। ৫০ শতাংশ কাজ এগিয়ে গিয়েছে। চন্দনা বাউরী কি বলল তাতে কোনও যায় আসে না। কারণ ওটা তার নাটক”।