৯৯ শতাংশ টলিউড দুর্নীতির সঙ্গে যুক্ত-বিস্ফোরক হীরণ চট্টোপাধ্যায়

এবার নিয়োগ দুর্নীতিতে তারকাদের যোগ নিয়ে মুখ খুললেন অভিনেতা ও বিধায়ক হীরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)৷ ৯৯ শতাংশ টলিউড দুর্নীতির সঙ্গে যুক্ত। দাবি বিজেপি বিধায়কের৷

Actor Hiran Chatterjee posing for a photograph

নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক অভিনেতা ও অভিনেত্রীদের যোগের খবর মিলছে বারবার৷ এমনকি নব সংযোজন অভিনেতা বনি সেনগুপ্ত। নিয়োগ দুর্নীতিতে টাকা ফেরত অবধি দিতে হয়েছে তাঁকে। এবার নিয়োগ দুর্নীতিতে তারকাদের যোগ নিয়ে মুখ খুললেন অভিনেতা ও বিধায়ক হীরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)৷ ৯৯ শতাংশ টলিউড দুর্নীতির সঙ্গে যুক্ত। দাবি বিজেপি বিধায়কের৷

Advertisements

এদিন তিনি বলেন, গ্ল্যামার ওয়ার্ল্ড নিয়ে আগেও আমি ঘাটালে বলেছিলাম। সাংসদ দীপক অধিকারী, তিনিও দুর্নীতিতে ভীষণভাবে যুক্ত। তিনি ৫ কোটি টাকা এনামুল হকের কাছ থেকে নিয়েছিলেন। তখন দেবের ফ্যানরা আমার ওপর রাগ করেছিলেন। অর্থাৎ, আরও একবার সরাসরি সহকর্মীর বিরুদ্ধে তোপ দাগতে দেখা গেল তাঁকে।

   

একইসঙ্গে তাঁর বক্তব্য, বনি সেনগুপ্তের মতো ছোট্ট একটা বাচ্চা ছেলেও, সবেমাত্র অভিনয়ে এসেছে, সেও কীভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। তৃণমূলের যাঁরা যাঁরা রয়েছেন, সায়নী ঘোষ, তাঁর সম্পর্কে তো বিচারপতিও বলছেন। তিনি কীভাবে একটার পর একটা ফ্ল্যাট বানিয়েছেন। কার টাকায় বানিয়েছেন। শ্রীকান্ত মেহতা, যিনি সব থেকে বড় প্রডিউসার, তিনি কত বড় দুর্নীতিতে জড়িয়েছিলেন, কোটি কোটি টাকা লুঠ করেছেন, চুরি করেছেন, জেলও খেটেছেন ২ বছরের ওপর। টলিউডের ৯৯ শতাংশ প্রডিউসর, ডিরেক্টর অভিনেতারা কোনও না কোনওভাবে পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে চোরেদের সরকারের সঙ্গে যুক্ত।

Advertisements

সূত্রের খবর, যেভাবে প্রতিনিয়ত শাসক দলের কারনামার সঙ্গে টলিউডের যোগ মিলছে, তাতে আগামী দিনে দুর্নীতির বহর আরও বাড়তে পারে৷ সেক্ষেত্রে একাধিক ব্যক্তিদের নাম নিয়েও জল্পনা শুরু হয়েছে৷