Loksabha Election 2024: লোকসভা ভোটেই প্রার্থী পদ্মের ফাল্গুনী!

বিধানসভা নয়, লোকসভা ভোটেই (Loksabha Election 2024) প্রার্থী হচ্ছেন ফাল্গুনী পাত্র। বিজেপি নেত্রীর টিকিট একপ্রকার নিশ্চিত বলেই দাবি বিজেপি সূত্রে। রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী…

বিধানসভা নয়, লোকসভা ভোটেই (Loksabha Election 2024) প্রার্থী হচ্ছেন ফাল্গুনী পাত্র। বিজেপি নেত্রীর টিকিট একপ্রকার নিশ্চিত বলেই দাবি বিজেপি সূত্রে।

রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র (Falguni Patra)। একুশের বিধানসভা ভোটে লড়াই করেছিলেন নৈহাটি কেন্দ্র থেকে। তৃণমূলের পার্থ ভৌমিকের বিরুদ্ধে। তারপর ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের দলবদল এবং ফের পদ্মে প্রত্যাবর্তনের জেরে পরিস্থিতি বদলে যায়। অর্জুন সিংয়ের ঘন ঘন দলবদল নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন। সূত্রের খবর, দলের অন্দরে ক্ষোভও প্রকাশ করেন।

এরই মাঝে ফাল্গুনী পাত্রর পাশে থাকার বার্তা দেব ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। এমনও খবর ছড়ায় যে বিজেপির প্রার্থী হিসেবে অর্জুন সিংয়ের নাম ঘোষণা হলেই দল ছাড়বেন ফাল্গুনী। নৈহাটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের টিকিটে লড়বেন।

এরই মাঝে সামনে আসছে বড় খবর। বিজেপি সূত্রে খবর, বিধানসভা নয়। ফাল্গুনী পাত্র লড়বেন লোকসভা ভোটে। পদ্মের টিকিটেই নামবেন ভোটের ময়দানে। তবে, ব্যারাকপুর কেন্দ্র থেকে নয়। ওই কেন্দ্রের টিকিক অর্জুন সিং পাচ্ছেন তা একপ্রকার নিশ্চিত। ফাল্গুনী পাত্রর জন্য বারাসত আসনের কথা ভাবছে বিজেপি নেতৃত্ব। ওই কেন্দ্রের জন্য বিমলশঙ্কর নন্দর নাম শোনা গিয়েছিল। কিন্তু অর্জুন কাণ্ডের জেরে সেই ছবি বদলাতে শুরু করছে।

বিজেপির পুরোনো সৈনিক ফাল্গুনী পাত্র। ২০১৯ সালে অনেকেই ধরে নিয়েছিলেন যে তিনিই ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী হচ্ছেন। অর্জুন সিংয়ের দলবদলের জেরে তা হয়নি। চব্বিশেও একই ছবি। সূত্রের খবর, এবার আর তাঁকে নিরাশ করবে না দল। ব্যারাকপুরের পাশে বারাসত কেন্দ্র থেকে লড়বেন তিনি। তবে বিষয়টি নিশ্চিত হবে প্রার্থী তালিকা প্রকাশের পর। শনিবার বিকেলে বিজেপির পরবর্তী প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা।