Suvendu Adhikari: লোকসভায় কোন চার আসনে জয় নিশ্চিত? জানালেন শুভেন্দু

Suvendu Adhikari addressing a rally with a microphone in hand

নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতিতে জেরবার শাসক দল তৃণমূল। এরই মধ্যে সুর চড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা সুচনা করলেন নো ভোট টু মমতা ক্যাম্পেন৷ পাশাপাশি চন্দ্রকোনা রোডের সভামঞ্চ থেকে ঘোষণা করলেন চার আসনে বিজেপির জয় নিশ্চিত। কোন চার আসনের কথা বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)?

এদিনের সভা থেকে শুভেন্দু বলেন, পঞ্চায়েতে হবে, চোর, চোর, চোর, ধরো। পঞ্চায়েতে আওয়াজ তুলুন মোদিকে ২৫ আসন দেব৷ আমি বলে যাচ্ছি, আরামবাগ, ঘাটাল, তমলুক, কাঁথি আমি দেব৷ যতই হেলিকপ্টার নিয়ে ঘুরুন। এই চার আসনে আমি জিতবই, নিশ্চিত করলাম। গত বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যে বিজেপির আসন সংখ্যা কমতে শুরু করেছে৷ দ্বিতীয় স্থানে বাম কংগ্রেস পৌঁছে গেছে একাধিক আসনে৷ এরই মধ্যে বিজেপি বিধায়কের মন্তব্য সাড়া ফেলে দিয়েছে।

   

একইসঙ্গে নো ভোট টু মমতা-কে আরও জোরদার করতে সরব হন শুভেন্দু৷ তিনি বলেন, আপনাদের গ্রামের ছেলে বারবার আসবে৷ নো ভোট টু মমতা প্রচার করবেন। তবে বাম ও কংগ্রেসকে আক্রমণ করতে পিছপা হননি নন্দীগ্রামের বিধায়ক৷ তাঁর কথায়, কংগ্রেস টেস্টেড, রিজেক্টেড। বাম নেতারাও তাই। বাম আমলে মেধা অনুযায়ী চাকরি হয়নি৷ বাম আমলে চাকরি অনিয়ম হয়েছে। এরা চাকরি বেচেছে। এই রাজ্যে তাই ডাবল ইঞ্জিন সরকার চাই।মোদির কোনও বিকল্প নেই।

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণে পিছপা হলেন না। এদিন শুভেন্দু বলেন, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, মমতাকে হারানোর। আমি পেরেছি। এর পরের কাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করার। চোর চোর ভাগাও। তৃণমূল কংগ্রেসকে দেখলেই চোর বলবেন। হাটে, বাজারে, তৃণমূল কংগ্রেস মানেই চোর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন