Suvendu Adhikari: সুমনের দলবদলে যোগ এসপি-ডিএমদের তোপ দাগলে শুভেন্দু

Suman Kanjilal) দলবদলের পর শুক্রবার আলিপুরদুয়ারে সমাবেশ করে সরাসরি আলিপুরদুয়ারের প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)

Kolkata High Court Grants Permission for Shubhendu’s Rally

সুমন কাঞ্জিলালের (Suman Kanjilal) দলবদলের পর শুক্রবার আলিপুরদুয়ারে সমাবেশ করে সরাসরি আলিপুরদুয়ারের প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আলিপুরদুয়ারের বিধায়কের পর তাঁর সরাসরি নিশানায় প্রশাসনিক আধিকারিকরা৷

জেলা পুলিশ সুপার এবং জেলা শাসকের বিরুদ্ধে তোপ দেগে শুভেন্দুর বার্তা, মাননীয় এসপি, আপনি নতুন এসেছেন। সতর্ক হয়ে চলুন। সুরেন্দ্র মিনার পাল্লায় পড়বেন না। সুমনকে ডেকে কতবার মিটিং করেছেন তার নথি আমার কাছে আছে। সুমনের সঙ্গে ডিএম-এর কী মিটিং হয়েছে আমার কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে।

   

আরও পড়ুন: Panchayat Elections: পঞ্চায়েতে চাই আদিবাসী সমর্থন, জঙ্গলমহলে সম্মুখ সমরে শুভেন্দু-মমতা

Advertisements

তিনি আরও বলেন, দায়িত্ব নিয়ে বলছি, হোয়াটসঅ্যাপেই বলুন আর ফেসটাইমেই বলুন সুমন কাঞ্জিলালের সঙ্গে এসপি এবং ডিএম কী কী করেছেন তার সব তথ্য নিয়েই আমি কথা বলছি। একাজ যদি করেন তা হলে পরীক্ষার পরে আমি বিজেপির জেলা সভাপতিকে বলব এই নিরামিষ মিছিল চলবে না। ডিএম অফিস ঘেরাও করতে হবে।

আরও পড়ুন: Coal smuggling: ইডির দাবি কোটি কোটি টাকা পাচারে জড়িত মন্ত্রী, শুভেন্দুর ইঙ্গিতে তীব্র চাঞ্চল্য

সরাসরি সদ্য দলবদলু বিধায়ক সুমনের বিরুদ্ধে তোপ দেগে বলেন, আড়াইশো মিটার দূরে কে একজন থাকে না! আপনি কোন দলে গিয়েছেন? বলছে আপনি বুঝে নিন। একটা বোলেরো গাড়ি আর কিছু অবৈধ টাকা, ওই টাকা তুমি রাখতে পারবে না বলে দিয়ে গেলাম। টাকা বের করবেই। মাটির নীচে পুঁতে রাখলেও অপা-র মতো ওই টাকা বের করবই।

আরও পড়ুন: West Bengal Assembly: বিধানসভায় রাজ্যপালের বক্তব্য ইস্যুতে ‘বিস্ফোরক’ শুভেন্দু

বিরোধী দলনেতার অভিযোগ, বিপুল টাকা আর একটি চারচাকা গাড়ির লোভেই নাকি তৃণমূলে যোগ দিয়েছেন সুমন কাঞ্জিলাল। তাঁর সংযোজন, যারা তাঁকে টাকার জোগান দিয়েছে, সেই টাকা মাটির নীচে পুঁতে রাখলেও, অপার মতো বের তো করবই, সঙ্গে যে টাকা দিয়েছে তারও হিসেব করা হবে।