গতকাল ই জানা গিয়েছে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় নতুন ভূমিকায় অবতীর্ন হতে চলেছেন (BJP Leader)। SA ২০ র প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচের ভূমিকায় দেখা যাবে তাকে। এই প্রথম কোনো ক্রিকেট দলের কোচ হিসেবে দেখা যাবে তাকে। আইপিএলে অবশ্য দিল্লী ক্যাপিটালসের সঙ্গে তাকে দেখা গেলেও আদতে দলের মেন্টর ছিলেন রিকি পন্টিং।
স্বভাবতই ক্রিকেট মহল এবং বাঙালিরা এই খবরে ভীষণ খুশি। কিন্তু প্রদীপের নিচেই যে থাকে অন্ধকার। এই নতুন ভূমিকা নিয়ে এক্স হ্যান্ডেলে কটাক্ষ করেছেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। তিনি বলেছেন নতুন ভূমিকায় মানাবে সৌরভকে। কিন্তু ব্যাবসায়ী সৌরভ এবং তার গড়বেতার স্টিল কারখানার কি খবর ?
তিনি তার এক্স হ্যান্ডেলের পোস্টে পরিষ্কার করে দিয়েছেন এই গ্রিল কারখানা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। তিনি তার পোস্টে আরও বলেন যে এই কারখানার জন্যে মমতা বন্দোপাধ্যায়কে স্পেনে ছুটে যেতে হয়েছিল। এতো কান্ড কারখানা করার পরে শেষে এই কারখানা খুলবে তো ?এই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তথাগত।
অফিসিয়ালি বলা হয়েছিল এই কারখানা ১৮ থেকে ২০ মাস পরে প্রোডাকশন শুরু করার মত জায়গায় আসবে। এই কারখানায় ২৫০০ কোটি টাকা লগ্নি করা হয়েছিল। এই প্রকল্পটি প্রথমে শালবনিতে পরিকল্পনা করা হলেও বিভিন্ন আইনি জটিলতার কারণে তা সরে আসে গড়বেতা।কিন্তু এই কারখানা নিয়েও শুরু হয়েছে জল্পনা।
রাজনৈতিক মহলের একাংশের মতে, এই বাংলায় এমনি ভারী শিল্প নেই। বর্তমান সরকার কখনোই ভারী শিল্পের পক্ষে ছিলনা।সুতরাং মমতার স্তোতবাক্য আসলে সৌরভকে দেওয়া এক ভোঁতা ছাড়া আর কিছুই নয়। আবার অনেকে মন্তব্য করেছেন সিঙ্গুরে টাটার কারখানাকে কিভাবে আটকে দিয়েছিলেন মমতা তা সবার জানা।
তাই এই ক্ষেত্রেও এর ব্যাতিক্রম হবেনা। ঠিক সেই কারণেই হয়তো বর্ষীয়ান এই বিজেপি নেতা মনে করেছেন এতো দিন হয়ে যাওয়ার পরেও মমতা বা সৌরভ কারুর মুখেই এই গ্রিল কারখানা নিয়ে কোনো কথাই নেই। সৌরভ নতুন কোচ হয়েছেন। আবার ক্রিকেট এসোসিয়েশন অফ বেঙ্গলের নির্বাচনেও দাঁড়াবার কথা ছিল তার।
নবান্নে আদিবাসী উন্নয়ন বৈঠকে বিজেপি নেতাদের আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর
এত সব প্রশাসনিক কাজের মধ্যে তার কারখানা কি বিশ বাওঁ জলে ?তাও প্রশ্ন করেছেন অনেকে। তবে অনেকেই মন্তব্য করেছেন সৌরভ গাঙ্গুলির মহিমার কথা যিনি বাম আমলে জমি পেয়েছেন। পেয়েছেন তৃণমূল আমলেও কিন্তু এত মহিমা সত্ত্বেও কেন তার কারখানার তালা খুলছে না ?