কয়লা পাচার মামলায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব

জিতেন্দ্র তিওয়ারি ছিলেন মমতার ঘনিষ্ঠ। তৃণমূল ছেড়ে বিজেপিতে যান। সিবিআই বদলা সিআইডি?

কয়লা পাচার (Coal Scam) মামলায় কিছুদিন আগেই মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। এবার আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র  (Jitendra Tiwari) তিওয়ারিকে তলব করল CID, আগামী শুক্রবার তাঁকে ভবানীভবনে তলব করা হয়েছে। তিনি আগে তৃণমূলে ছিলেন।

সূত্রের খবর, কয়লা পাচার মামলায় এর আগে একাধিক জনব০কে গ্রেফতার করেছে সিআইডি। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানার একটি পুরনো কয়লা চুরির মামলাতে সাক্ষী হিসেবে তাঁকে ডাকা হয়েছে। একইসঙ্গে কয়লা পাচার মামলায় বিজেপির আসানসোল জেলা বিভাগীয় ইনচার্জ বিদ্যাসাগর চক্রবর্তী, আসানসোলের বিজেপি নেতা সুব্রত মিশ্র, বাঁকুড়া জেলার প্রাক্তন বিজেপি সভাপতি বিবেকানন্দ পাত্রকেও সিআইডির তরফে নোটিস পাঠানো হয়েছে।

   

সিআইডি সূত্রে খবর, ২০১৯ থেকে ২০২১ অবধি খনির দায়িত্বে থাকা একাধিক কর্মী ও আধিকারিকদের তলব করা হয়েছে এর আগে। সেখানেই বারবার উঠে এসেছে জিতেন্দ্র তিওয়ারির নাম। সেইসঙ্গে একাধিক চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে সিআইডির অফিসাররা। সমস্ত কিছুকে সামনে রেখেই চলছে জিজ্ঞাসাবাদ।

জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য, মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই অভিযানের পরেই তিনি বুঝতে পেরেছিলেন তাঁকেও তলব করা হবে। তবে ভবানীভবনে হাজিরা দেবেন কি না, সেবিষোয়ে কিছু জানাননি। সাক্ষী হিসাবে যদি আমাদের কাছে জানতে চান তা হলে নিশ্চয়ই আমরা জানিয়ে দেব। সাফ মন্তব্য বিজেপি নেতার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন