
কম্বল কাণ্ডে নিজেই নিজের হয়ে আদালতে সওয়াল করলেন আসানসোলেের প্রাক্তন মেয়র ও বর্তমান বিজেপি নেতা জীতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। বিজেপির একটি অনুষ্ঠানে আসানসোল কম্বল প্রদান অনুষ্ঠানে পায়ে চাপা পড়ে ৩ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় শনিবার বিজেপি নেতা জীতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করা হয়।
দিল্লির যমুনা এক্সপ্রেসওয়ে থেকে জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ। নয়ডা থেকে স্ত্রী চৈতালি তিওয়ারিকে নিয়ে আগ্রা যাচ্ছিলেন জিতেন্দ্র। তখনই তাঁকে গ্রেফতার করা হয়। গতকালই তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়।স্বাস্থ্যপরীক্ষার পর তাঁকে আসানসোল নিয়ে যায় পুলিশ। এরপর আসানসোলের বিশেষ আদালতে পেশ করা হয়। আদালতে জামিন চাননি বিজেপি নেতা। তিনি বলেন, তৃণমূল সরকার বা পুলিশ নয়, শেষ কথা বলবে আসানসোলের মানুষ।
জীতেন্দ্র তিওয়ারি বলেন,সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। সে জন্য পুলিশ হেফাজত দিন। কিন্তু দু’দিনের জন্য দিন। তারপরে সুপ্রিম কোর্টের রায় যা হবে তা দেখে প্রয়োজন হলে আরও ১২ দিন পুলিশ হেফাজত দিয়ে দেবেন।