Jitendra Tiwari: গ্রেফতার বিজেপি নেতা জীতেন্দ্র তিওয়ারি, তিনি একসময়ের মমতা ঘনিষ্ঠ

আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র ও একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ জীতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) গ্রেফতার। দলবদলে তিনি এখন বিজেপির নেতা। Advertisements পশ্চিম বর্ধমানের আসানসোলে কম্বল বিতরণ…

আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র ও একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ জীতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) গ্রেফতার। দলবদলে তিনি এখন বিজেপির নেতা।

Advertisements

পশ্চিম বর্ধমানের আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠান পদপিষ্ট হওয়ার ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।  নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ে থেকে তাঁকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। তাঁকে রাজ্যে আনার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

গত ডিসেম্বরে পশ্চিম বর্ধমানের আসানসোলে কম্বল বিলির অনুষ্ঠান পদপিষ্ঠ হয়ে তিনজন মারা যান। সেই ঘটনায় নয়ডা থেকে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতাকে। স্ত্রী চৈতালিকে নিয়ে আগ্রা যাওয়ার পথে তাঁকে গ্রেফতার করা হয়।

জীতেন্দ্র তিওয়ারি একদা তৃ়ণমূল কংগ্রেস নেতা ও আসানসোল পুরনিগমের মেয়র। দলবদলে তিনি বিজেপিতে যোগ দেন। তাঁর দলত্যাগ গত বিধানসভা নির্বাচনের আগে তীব্র আলোড়ন ফেলেছিল।

কম্বল কান্ডে জীতেন্দ্র তিওয়ারি কলকাতা হাইকোর্ট থেকে সুরক্ষাকবচ নেন। তবে সেই সুরক্ষাকবচ ২১ দিনের জন্য ছিল। পরে আগাম জামিনের আবেদন করলেও তা খারিজ হয়।